আরও পড়ুন: ধূপের কারখানা যেন জতুগৃহ, এক লহমায় সব শেষ
লোকসভা নির্বাচনের দিন ঘোষণা না হলেও তার আগে দক্ষিণ দিনাজপুর জেলায় এই ভোট বয়কটের ডাক অস্বস্তি বাড়িয়েছে সবকটি রাজনৈতিক দলের। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই রাস্তা দিয়ে বহু মানুষ প্রতিদিন যাতায়াত করেন। বছরে অন্যান্য সময় তেমন সমস্যা না হলেও বর্ষাকালে তা চরম আকার ধারণ করে। তবে, কোন যুদ্ধ নয়, কোন গন্ডগোল নয়, রাস্তা না হলে ভোট নেই এমনই পোস্টার পড়েছে নামাবঙ্গিতে৷ ভোটের আগে রাস্তা না হলে ভোট বয়কট করবেন বলে হুঁশিয়ারি ক্ষুব্ধ বাসিন্দাদের।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই প্রসঙ্গে বালুরঘাটের পুরপ্রধান অশোক কুমার মিত্র বলেন, বিষয়টি নিয়ে এলাকার কমিশনারের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নামাবঙ্গি এলাকার প্রায় ১৫০ মিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। স্বাধীনতার এত বছর পরেও এমনই হাল শহুরের এলাকায়। এই রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। রাস্তাটি ঢালাইয়ের জন্য পুরসভাকে লিখিতভাবে জানিয়েছিলেন স্থানীয়রা। স্থানীয় জনপ্রতিনিধি থেকে পুরসভা, সমস্ত জায়গায় একাধিকবার জানিয়েও কাজ না হওয়ায় এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটছে। তাই একপ্রকার বাধ্য হয়েই তাঁরা ভোট বয়কটের ডাক দিয়েছেন বলে স্থানীয় বাসিন্দাদের দাবি।
সুস্মিতা গোস্বামী