আরও পড়ুন: হারিয়ে যেতে বসা ব্রিটিশ আমলের রেল স্টেশনের পুনরুজ্জীবন! দেখুন সেই ভিডিও
রক্ত মাংসের দেবতা যদি কেউ থেকে থাকেন তা হলে তাঁরা প্রত্যেকের বাবা-মা। এই ভাবনাই ছোট্ট পড়ুয়াদের মনে জাগিয়ে তুলতে এই উদ্যোগ নেয় স্কুল কর্তৃপক্ষ। প্রত্যেক পড়ুয়ার মা-বাবাকে সিংহাসনে বসিয়ে ফুল, ফল, ভোগ সহযোগে রীতিমতো দেবতা জ্ঞানে পুজো করা হল জলপাইগুড়িতে। প্রায় ৫০ জন মা-বাবাকে নিয়ে জমজমাট করেই আয়োজিত হয় এই পুজো। খিচুড়ি ভোগ প্রসাদেরও আয়োজন করা হয় স্কুল কর্তৃপক্ষের তরফে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
‘বৃদ্ধাশ্রম’ শব্দটিকে মুছে ফেলতেই স্কুল কর্তৃপক্ষের এই নতুন উদ্যোগ। এখনকার ডিজিটাল যুগে বাচ্চারা ছোটবেলা থেকেই মোবাইল, ল্যাপটপের প্রতি আসক্ত হয়ে পড়ছে। অন্যদিকে বাবা-মায়েরাও কাজের ব্যস্ততায় বাচ্চাদের সময় দিতে না পারায় দূরত্ব ক্রমেই বেড়ে যাচ্ছে। এর থেকেই মা-বাবার সঙ্গে বাচ্চাদের টান কমে যায়। মূলত, পিতা-মাতার প্রতি শ্রদ্ধাভাব প্রদর্শনের উদ্দেশ্যেই এই আয়োজন। বর্তমানে চারপাশে যেভাবে বৃদ্ধাশ্রম গজিয়ে উঠছে এবং বৃদ্ধ বাবা-মায়ের প্রতি অত্যাচারের খবর যেভাবে শিরোনামে আসছে তা সমাজের এক করুণ চিত্রই বর্ণনা করে। তা খানিক হলেও মুছে ফেলতে জলপাইগুড়ির এই স্কুল কর্তৃপক্ষের আয়োজনকে সাধুবাদ জানিয়েছে সবাই।
সুরজিৎ দে