আরও পড়ুন: ঘূর্ণিঝড় এলে বা হঠাৎ আগুন লাগলে কীভাবে বাঁচবেন? ভিডিও দেখে শিখে নিন
পরিবারের একমাত্র রোজগেরে পুরুষ ছিলেন সিন্টু। ছোট দুই সন্তান, স্ত্রী ও বৃদ্ধা মাকে বাড়িতে রেখে পরিযায়ী শ্রমিক হিসেবে পাড়ি জমিয়েছিলেন মহারাষ্ট্রে। কালিয়াচক-২ ব্লকের মোথাবাড়ি পঞ্চায়েতের মদনপুর গ্রামে বাড়ি তাঁর। প্রতিবেশীরা জানিয়েছেন, তিন মাস আগে পেটের দায়ে মহারাষ্ট্রে পাড়ি দিয়েছিলেন তিনি। সেখানে নির্মাণ শ্রমিকের কাজ করছিলেন। কাজ চলাকালীন হঠাৎ নির্মীয়মান কংক্রিটের দেওয়াল ভেঙে পড়ে। তাতে চাপা পড়েন সিন্টু মণ্ডল। সহকর্মীরা দ্রুত তাঁকে তড়িঘড়ি উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রবিবার ঘটনাটি ঘটে। সন্ধেতে মোবাইল মারফত এই মর্মান্তিক খবর এসে পৌঁছে পরিবারের সদস্যদের কাছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
মৃত সিন্টু মণ্ডলের বড় ছেলের ১০, ছোট ছেলের বয়স ৮ বছর। স্বামীর এই হঠাৎ মৃত্যুতে দিশেহারা হয়ে পড়েছেন স্ত্রী প্রার্থনা মণ্ডল। ছোট দুই সন্তানকে নিয়ে তিনি বলেন, এদের নিয়ে আমি কী করব বুঝতে পারছি না। সরকার যেন আমার পরিবারকে একটু সাহায্য করে।
হরষিত সিংহ