আরও পড়ুন: গরুর ঘরের টাকাও তছরূপ! টাকা নিয়ে গোয়ালঘর তৈরি না করার অভিযোগ
জানা গেছে, ওয়ার্ডে ঠান্ডা পানীয় জল প্রকল্পের আওতায় বালুরঘাট পুরসভা বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের ট্যাঙ্ক বসানোর কাজ শুরু করেছে। যেখান থেকে স্থানীয় বাসিন্দারা শুদ্ধ পানীয় জল পাবেন ২৪ ঘণ্টা। ৭ নম্বর ওয়ার্ডে শতাব্দী প্রাচীন শীতলা মন্দিরের জায়গা অধিকার করে ঠান্ডা পানীয় জল প্রকল্প করতে গিয়েই বিতর্কে জড়ালেন স্থানীয় কাউন্সিলর।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, জলের ট্যাঙ্কটি বসানোর জন্য মন্দিরের জায়গা দখল করবার পাশাপাশি শতাব্দি প্রাচীন মন্দিরের মধ্যে থাকা তমাল গাছের ডাল কাটা হয়েছে। এরই প্রতিবাদ জানিয়ে বালুরঘাট থানায় এবং পুরসভায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দারা। অপরদিকে স্থানীয় ওই কাউন্সিলর এটাকে বিরোধীদের চক্রান্ত ও উন্নয়নে বাধা বলেই ব্যাখ্যা করেছেন। তাঁর দাবি, ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে কথা বলেই এই জায়গাটি নির্ধারণ করা হয়েছিল।
সুস্মিতা গোস্বামী