TRENDING:

Bengali News: ওয়ার্ডে জলের ট্যাঙ্ক বসাতে গিয়ে আজব কাণ্ড, বিতর্কের নাম জড়াল কাউন্সিলরের

Last Updated:

জলের ট্যাঙ্কটি বসানোর জন্য মন্দিরের জায়গা দখল করবার পাশাপাশি শতাব্দি প্রাচীন মন্দিরের মধ্যে থাকা তমাল গাছের ডাল কাটা হয়েছে। এরই প্রতিবাদ জানিয়ে বালুরঘাট থানায় এবং পুরসভায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দারা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: ঐতিহ্যবাহী একটি তমাল গাছ বাঁচানোর লড়াই ঘিরে তুমুল উত্তেজনা ছড়াল বালুরঘাট শহরে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ৩০০ বছরের পুরনো রক্ষাকালী ও শীতলা মন্দির প্রাঙ্গণে পুরসভার পক্ষ থেকে ঠান্ডা পানীয় জলের ট্যাঙ্ক বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আর ওই মন্দিরের সঙ্গে রয়েছে প্রাচীন তমাল গাছ। পানীয় জলের ট্যাঙ্ক করতে হলে একদিকে যেমন প্রাচীন তমাল গাছটি ক্ষতিগ্রস্ত হবে, পাশাপাশি মন্দিরের জায়গা আরও সঙ্কীর্ণ হয়ে পড়বে।
advertisement

আরও পড়ুন: গরুর ঘরের টাকাও তছরূপ! টাকা নিয়ে গোয়ালঘর তৈরি না করার অভিযোগ

জানা গেছে, ওয়ার্ডে ঠান্ডা পানীয় জল প্রকল্পের আওতায় বালুরঘাট পুরসভা বিভিন্ন ওয়ার্ডে পানীয় জলের ট্যাঙ্ক বসানোর কাজ শুরু করেছে। যেখান থেকে স্থানীয় বাসিন্দারা শুদ্ধ পানীয় জল পাবেন ২৪ ঘণ্টা। ৭ নম্বর ওয়ার্ডে শতাব্দী প্রাচীন শীতলা মন্দিরের জায়গা অধিকার করে ঠান্ডা পানীয় জল প্রকল্প করতে গিয়েই বিতর্কে জড়ালেন স্থানীয় কাউন্সিলর।

advertisement

আরও খবর পড়তে ফলো করুন

https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F

স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, জলের ট্যাঙ্কটি বসানোর জন্য মন্দিরের জায়গা দখল করবার পাশাপাশি শতাব্দি প্রাচীন মন্দিরের মধ্যে থাকা তমাল গাছের ডাল কাটা হয়েছে। এরই প্রতিবাদ জানিয়ে বালুরঘাট থানায় এবং পুরসভায় লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দারা। অপরদিকে স্থানীয় ওই কাউন্সিলর এটাকে বিরোধীদের চক্রান্ত ও উন্নয়নে বাধা বলেই ব্যাখ্যা করেছেন। তাঁর দাবি, ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে কথা বলেই এই জায়গাটি নির্ধারণ করা হয়েছিল।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengali News: ওয়ার্ডে জলের ট্যাঙ্ক বসাতে গিয়ে আজব কাণ্ড, বিতর্কের নাম জড়াল কাউন্সিলরের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল