Bengali News: গরুর ঘরের টাকাও তছরূপ! টাকা নিয়ে গোয়ালঘর তৈরি না করার অভিযোগ
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:NAWAB AYATULLA MALLICK
Last Updated:
গোয়ালঘর দেওয়ার নাম করে গ্রাহকদের কাছ থেকে ৪,০০০ টাকা করে নেওয়া হয়েছিল। কিন্তু গোয়ালঘর আর তৈরি হয়নি
দক্ষিণ ২৪ পরগনা: আজব সমস্যা সৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর-২ ব্লকে। সেখানে একাধিক সমবায় সমিতির মাধ্যমে গোয়ালঘর তৈরি করার কথা থাকলেও গোয়ালঘর নির্মাণ করা হয়নি। ফলে খোলা আকাশের নিচেই থাকতে হচ্ছে গবাদি পশুদের।
মথুরাপুর-২ ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের মধুসূদন চক সমবায় কৃষি উন্নয়ন সমিতির এই গোয়ালঘর তৈরি করে দেওয়ার কথা ছিল। অভিযোগ উঠেছে জয়কৃষ্ণপুর সমবায় সমিতি ও ২৩ নম্বর লট সমবায় সমিতির বিরুদ্ধেও। সমস্ত জায়গায় অভিযোগের ধরণ মোটামুটি এক, গোয়ালঘর দেওয়ার নাম করে গ্রাহকদের কাছ থেকে ৪,০০০ টাকা করে নেওয়া হয়েছিল। কিন্তু গোয়ালঘর আর তৈরি হয়নি। ফলে খোলা জায়গায় অথবা ভাঙা ঘরে থাকতে হচ্ছে গবাদি পশুদের।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই নিয়ে অনুপ সামন্ত নামে জনৈক এক ব্যক্তি স্থানীয় বিডিও, সমবায় সমিতির রাজ্য দফতর, সমবায় মন্ত্রী সহ একাধিক জায়গায় অভিযোগ জানিয়েছেন। তিনি বলেন, প্রাক্তন ম্যানেজার অর্থাৎ বর্তমান ম্যানেজারের বাবা ভূধর মাঝি ও প্রাক্তন সম্পাদক সুনীল মাইতি নিজের পরিবার নামে স্পেশাল গোয়াল ঘরের স্কিম করে এই সমস্ত গোয়ালঘরের টাকা সরিয়েছেন। তবে সে’সব অভিযোগ উড়িয়ে প্রাক্তন সম্পাদক সুনীল মাইতি জানিয়েছেন, রসিদ অনুযায়ী টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে এই বিষয়টি মিটিয়ে ফেলা হবে।
advertisement
নবাব মল্লিক
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 20, 2024 8:11 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: গরুর ঘরের টাকাও তছরূপ! টাকা নিয়ে গোয়ালঘর তৈরি না করার অভিযোগ