Bengali News: গরুর ঘরের টাকাও তছরূপ! টাকা নিয়ে গোয়ালঘর তৈরি না করার অভিযোগ

Last Updated:

গোয়ালঘর দেওয়ার নাম করে গ্রাহকদের কাছ থেকে ৪,০০০ টাকা করে নেওয়া হয়েছিল। কিন্তু গোয়ালঘর আর তৈরি হয়নি

+
খোলা

খোলা জায়গায় রয়েছে গরু

দক্ষিণ ২৪ পরগনা: আজব সমস্যা সৃষ্টি হয়েছে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর-২ ব্লকে। সেখানে একাধিক সমবায় সমিতির মাধ্যমে গোয়ালঘর তৈরি করার কথা থাকলেও গোয়ালঘর নির্মাণ করা হয়নি। ফলে খোলা আকাশের নিচেই থাকতে হচ্ছে গবাদি পশুদের।
মথুরাপুর-২ ব্লকের নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের মধুসূদন চক সমবায় কৃষি উন্নয়ন সমিতির এই গোয়ালঘর তৈরি করে দেওয়ার কথা ছিল। অভিযোগ উঠেছে জয়কৃষ্ণপুর সমবায় সমিতি ও ২৩ নম্বর লট সমবায় সমিতির বিরুদ্ধেও। সমস্ত জায়গায় অভিযোগের ধরণ মোটামুটি এক, গোয়ালঘর দেওয়ার নাম করে গ্রাহকদের কাছ থেকে ৪,০০০ টাকা করে নেওয়া হয়েছিল। কিন্তু গোয়ালঘর আর তৈরি হয়নি। ফলে খোলা জায়গায় অথবা ভাঙা ঘরে থাকতে হচ্ছে গবাদি পশুদের।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই নিয়ে অনুপ সামন্ত নামে জনৈক এক ব্যক্তি স্থানীয় বিডিও, সমবায় সমিতির রাজ্য দফতর, সমবায় মন্ত্রী সহ একাধিক জায়গায় অভিযোগ জানিয়েছেন। তিনি বলেন, প্রাক্তন ম্যানেজার অর্থাৎ বর্তমান ম্যানেজারের বাবা ভূধর মাঝি ও প্রাক্তন সম্পাদক সুনীল মাইতি নিজের পরিবার নামে স্পেশাল গোয়াল ঘরের স্কিম করে এই সমস্ত গোয়ালঘরের টাকা সরিয়েছেন। তবে সে’সব অভিযোগ উড়িয়ে প্রাক্তন সম্পাদক সুনীল মাইতি জানিয়েছেন, রসিদ অনুযায়ী টাকা ফেরতের প্রক্রিয়া শুরু হয়েছে। কিছুদিনের মধ্যে এই বিষয়টি মিটিয়ে ফেলা হবে।
advertisement
নবাব মল্লিক
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengali News: গরুর ঘরের টাকাও তছরূপ! টাকা নিয়ে গোয়ালঘর তৈরি না করার অভিযোগ
Next Article
advertisement
Nandigram: 'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
'নন্দীগ্রামে জিতে দেখাক, দল ছেড়ে দেব!' শুভেন্দুকে চ্যালেঞ্জ অখিল পুত্র সুপ্রকাশের
  • নন্দীগ্রাম নিয়ে শুভেন্দুকে চ্যালেঞ্জ তৃণমূল নেতার৷

  • নন্দীগ্রামে শুভেন্দু জিতলে দল ছেড়ে দেবেন৷

  • ঘোষণা তৃণমূল নেতা সুপ্রকাশ গিরির৷

VIEW MORE
advertisement
advertisement