আরও পড়ুন: মোদির হাতে ডিভিসি’র তাপবিদ্যুৎ কেন্দ্রের শিলান্যাস, সুপার পাওয়ার স্টেশনের পথে রঘুনাথপুর
পোলিও খাওয়ানোর দায়িত্বে থাকা সরকারি কর্মীদের বিরুদ্ধে ওই শিশুর পরিবারের অভিযোগ, দু ফোঁটার বদলে গোটা বোতলের পোলিও খাইয়ে দেওয়া হয়েছে। এরপর অসুস্থ হয়ে পড়ে শিশুটি। প্রচন্ড জ্বর চলে আসে তার। তাকে জলপাইগুড়ি জেলার মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে নিয়ে যান পরিজনরা। সেখানে ৪৮ ঘণ্টার জন্য ভর্তি করে নেওয়া হয় তাকে। বর্তমানে শিশুটি সেখানেই চিকিৎসাধীন। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই ঘটনায় কর্তব্যরত স্বাস্থ্যকর্মীদের বিরুদ্ধে জলপাইগুড়ি জেলার ক্রান্তি ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন শিশুর বাবা তপন রায়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
পোলিও খাওয়ানোর ক্ষেত্রে এমন গাফিলতির বিষয়ে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক অসীম হালদারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, খবর পেয়েছি। পোলিও-এর ডোজ বেশি পড়ে গেছে। শিশুটি বর্তমানে ভাল আছে। তাও খোঁজ-খবর নেওয়া হচ্ছে। এদিকে জানা গিয়েছে, এই ঘটনায় মুখ্য স্বাস্থ্য আধিকারিককে তদন্তের নির্দেশ দিয়েছেন জলপাইগুড়ির জেলাশাসক সামা পারভিন।
সুরজিৎ দে