আরও পড়ুন: কোর এরিয়ায় ঢুকে কাঁকড়া ধরেছিলেন, গর্দানে থাবা দক্ষিণ রায়ের! বাঘের হানায় আবারও মৎস্যজীবীর মৃত্যু
আলিপুরদুয়ার জেলার প্রত্যন্ত বনবস্তি এলাকা ও চা বলয়ের পড়ুয়াদের ডিজিটাল ক্লাসরুমের সুবিধা দিতে চলেছে স্কুলগুলি। প্রথমেই এই কাজ শুরু হয়েছে কালচিনি ইউনিয়ন অ্যাকাডেমিতে। চা বলয়ের পড়ুয়াদের কথা মাথায় রেখে এই উদ্যোগ নিয়েছে স্কুল। প্রথমেই জোর দেওয়া হয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের পড়াশুনোর উপর। যাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় তাদের ফলাফল খারাপ না হয়, সেটি লক্ষ্য শিক্ষকদের। এই বিষয়ে কালচিনি ইউনিয়ন অ্যাকাডেমির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত বলেন, ডিজিটাল ক্লাসরুমের ফলে পড়ুয়াদের শিক্ষালাভ আরেকটু সহজ হল। বই পড়ার পাশাপাশি তারা ডিজিটাল ক্লাসরুমের মাধ্যমে আরও ভাল করে পড়াশোনো শিখতে এবং মনে রাখতে পারবে। বাইরে আলাদা করে টিউশন নেওয়ার দরকার পড়বে না।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
চা বলয়ের ছেলে-মেয়েরাও যাতে অত্যাধুনিক পদ্ধতির মাধ্যমে শিক্ষালাভ করতে পারে সেই লক্ষেই এই ডিজিটাল ক্লাসরুম তৈরির ভাবনা। কালচিনি ব্লকে আরও পাঁচটি স্কুলে এই ক্লাসরুম শুরু হবে বলে জানা গিয়েছে। অন্যান্য ব্লকেও এই ডিজিটাল ক্লাসরুমের সুবিধা মিলবে বলে খবর।
অনন্যা দে