আরও পড়ুন: সেতু তবে এর কোনও পিলার নেই! নৌকায় ভাসা ইংরেজ আমলের ঐতিহ্য আজও বহমান ঘাটালে
পুজোর সময় থেকে বন্ধ চা বাগান। তাই বাধ্য হয়ে কাজের সন্ধানে ভিন রাজ্যে পাড়ি দিয়েছিল কালচিনি ট্রলিলাইন এলাকার পাঁচ শ্রমিক। এরমধ্যে দুই শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে শোকের ছায়া কালচিনি চা বাগান এলাকায়। স্থানীয় সূত্রে খবর, গত বৃহস্পতিবার কালচিনি বাগানের অন্তর্গত ট্রলি লাইন এলাকার পাঁচ ব্যক্তি অন্ধপ্রদেশে কাজের উদ্দেশ্যে রওনা হন। এরমধ্যে রাজকুমার সাহানি (৪১) ও বাবলু ওঁরাও (৩৪)-এর অস্বাভাবিক মৃত্যু হয়।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
এই দুই ব্যক্তির দেহ পৃথক এলাকায় রেললাইন থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার রাতে রাজ কুমার সাহানির মৃতদেহ বাড়িতে আসতেই কান্নায় ভেঙে পড়েন সবাই। স্থানীয়দের থেকে জানা গিয়েছে, অন্ধ্রপ্রদেশে কাজের জন্য যাচ্ছিলেন সবাই। কিন্তু রাজ কুমার সাহানি ট্রেন মিস করেন। এরপর ফোন করে জানিয়ে দেন তিনি বাড়ি ফিরছেন। কিন্তু এরপর আর বাড়ি ফিরে আসেননি ওই শ্রমিক। সোমবার নিউ কোচবিহার স্টেশন সংলগ্ন রেল লাইন থেকে তাঁর দেহ উদ্ধার হয়। অন্যদিকে, চেন্নাই স্টেশন সংলগ্ন এলাকার রেল লাইন থেকে উদ্ধার হয় বাবলু ওঁরাও-এর দেহ। এলাকার দু’জনের এই অস্বাভাবিক মৃত্যুতে সকলেই শোকস্তব্ধ। সেইসঙ্গে কীভাবে এমন ঘটনা ঘটল তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
অনন্যা দে