আরও পড়ুন: উত্তরবঙ্গের রাম ভক্তদের নিয়ে অযোধ্যা ছুটল স্পেশাল ট্রেন
অমৃত ভারত প্রকল্পে ভোল বদলের জেরে ব্যাপক আধুনিকীকরণ হয়েছে মালদহ টাউন স্টেশনের। সেই সঙ্গে লেগেছে জেলার সমৃদ্ধ ইতিহাসের ছোঁয়া। স্থানীয় ঐতিহ্যকে ফুটিয়ে তোলা হচ্ছে স্টেশনের মধ্যে। এক সময় এই বাংলার প্রাণকেন্দ্র ছিল মালদহ। একেই কেন্দ্র করেই গড়ে উঠেছিল গৌড়বঙ্গ। সেই প্রাচীন ইতিহাসের ছোঁয়া পরতে পরতে থাকছে নতুন রেল স্টেশনে।
advertisement
মোটামুটি ধাঁচা তৈরি হয়ে গেলেও এখনও মালদা টাউন স্টেশনের আধুনিকীকরণের বেশ কিছুটা কাজ বাকি। তবে দ্রুত গতিতে চলছে গোটা কাজ। ইতিমধ্যে স্টেশনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগামী দুই মাসের মধ্যে কাজ সমস্ত কাজ শেষ হয়ে যাবে। মালদহের ডিআরএম বিকাশ চৌবে বলেন, বিশ্বমানের স্টেশন তৈরি করার লক্ষ্যে দেশজুড়ে অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে একাধিক স্টেশনের সংস্কার ও আধুনিকীকরণ হচ্ছে। সেই সঙ্গে জোর দেওয়া হয়েছে আধুনিক মানের যাত্রী স্বাচ্ছন্দে।
অমৃত ভারত প্রকল্পে মালদহ টাউন স্টেশনের যে সমস্ত বিষয়গুলির আধুনিকীকরণ করা হয়েছে সেগুলির মধ্যে উল্লেখযোগ্য আধুনিক ওয়েটিং লাউঞ্জ গড়ে তোলা হচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য প্রবেশ ও বাহির পথ সম্পূর্ণ আলাদা করা হচ্ছে। স্টেশনের বাইরে সম্পূর্ণ আধুনিক পার্কিং জোন তৈরি করা হচ্ছে। এদের যানজটের সমস্যার সম্পূর্ণ দূর হবে বলে রেলকর্তাদের দাবি। সৌন্দর্যের জন্য বিভিন্ন প্রকার গাছ লাগানো হচ্ছে, পাশাপাশি আলোকসজ্জায় সেজে উঠবে স্টেশন চত্তর।
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
স্টেশনের ভেতরে দুটি ডিসপ্লে স্ক্রিন লাগানো হচ্ছে যেখানে ট্রেন সংক্রান্ত সমস্ত খবরের আপডেট প্রতিমুহূর্তে পাওয়া যাবে। এছাড়াও স্টেশনের ভেতরে ১২ মিটার চওড়া একটি ফুট ব্রিজ তৈরি করা হচ্ছে। বিশেষভাবে ফুট ব্রিজের উপরে তৈরি হচ্ছে ওয়েটিং রুম। মালদহ টাউট স্টেশনের আধুনিকীকরণের জন্য রেলের পক্ষ থেকে প্রায় ৪৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রেলের কর্তারা জানান আগামী এপ্রিল মাসের মধ্যে স্টেশনের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
হরষিত সিংহ