Ayodhya Ram Mandir: উত্তরবঙ্গের রাম ভক্তদের নিয়ে অযোধ্যা ছুটল স্পেশাল ট্রেন
- Published by:kaustav bhowmick
- news18 bangla
- Reported by:SUROJIT DEY
Last Updated:
বঙ্গাইগাঁও থেকে আলিপুরদুয়ার জংশন হয়ে আস্থা স্পেশাল ট্রেনটি জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছয়। সেখানে আসতেই জয় শ্রী রাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা স্টেশন চত্বর
জলপাইগুড়ি: রামলালা দর্শনের জন্য দু’হাজার ভক্তকে নিয়ে অযোধ্যায় রওনা দিল বিশেষ ট্রেন। সোমবার দুপুরে অসমের বঙ্গাইগাঁও থেকে অযোধ্যার উদ্দেশে রওনা হয়েছে আস্থা স্পেশ্যাল ট্রেন। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার প্রায় হাজার দুয়েক বিশ্ব হিন্দু পরিষদের সদস্য অযোধ্যার রাম মন্দির দর্শনের উদ্দেশ্যে এই ট্রেনে করে যাত্রা শুরু করেছেন।
আরও পড়ুন: টেকনিক্যাল সমস্যায় স্বাস্থ্যসাথী কার্ডে বন্ধ এই গুরুত্বপূর্ণ পরিষেবা! মাথায় হাত রোগীদের
বঙ্গাইগাঁও থেকে আলিপুরদুয়ার জংশন হয়ে আস্থা স্পেশাল ট্রেনটি জলপাইগুড়ি রোড স্টেশনে পৌঁছয়। সেখানে আসতেই জয় শ্রী রাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা স্টেশন চত্বর। এই যাত্রার জন্য প্রত্যেক ভক্তকে মাত্র ১৭০০ টাকা করে দিতে হয়েছে। বঙ্গাইগাঁও হয়ে নিউ আলিপুর, জলপাইগুড়ি রোড, নিউ জলপাইগুড়ি ছুঁয়ে সোজা অযোধ্যার দিকে ছুটবে ট্রেন। মাঝে আর কোথাও দাঁড়াবে না। বাংলার বন্দী ছাড়ার পর একেবারে অযোধ্যা স্টেশনে পৌঁছে থামবে এই বিশেষ ট্রেনটি।
advertisement
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
রেল সুত্রে জানা গিয়েছে জলপাইগুড়ি থেকে ১৪০ জন এই ট্রেনে চড়ে অযোধ্যা যাচ্ছেন। এই বিশেষ ট্রেনের যাত্রা প্রসঙ্গে বিশ্ব হিন্দু পরিষদের জলপাইগুড়ি জেলার সম্পাদক কৃষ্ণেন্দু গুহ বলেন, আজ খুবই আনন্দের দিন। অযোধ্যার রাম মন্দির দর্শনের উদ্দেশ্যে আজ আমরা আস্থা স্পেশাল ট্রেনে করে অযোধ্যার উদ্দেশ্যে রওনা হলাম।
advertisement
সুরজিৎ দে
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 05, 2024 6:48 PM IST