আরও পড়ুন: পিকনিকে রক্তদান! চাহিদা মেটাতে দেদার খাওয়া-দাওয়ার সঙ্গে দিল রক্ত
সংস্কৃত শব্দ মান্ডালার অর্থ বৃত্ত। তবে নিছক বৃত্ত দিয়েই মান্ডালা আর্ট হয় না। বৃত্তের পরতে পরতে বুনতে হয় জ্যামিতিক নকশার জটিল বুনন। আর এই নিখুঁত মান্ডালা আর্ট তৈরি করে অসামান্য কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ জাতীয় ও আন্তর্জাতিক স্তরে সেরার সেরা হিসাবে নথিভুক্ত হয়েছে বঙ্গতনয়া কৃতিকার নাম। ছবি আঁকা না শিখেই এমন বিরল সৃষ্টির কথা ভাবাই যায় না। বছর বাইশের তরুণীর কীর্তিতে দারুণ খুশি তাঁর পরিবার, শুভেচ্ছা জানিয়েছেন প্রতিবেশীরাও। তাঁর তৈরি সেই মান্ডালা আর্ট বিহার সরকার কিনে নিয়েছে। বিহারে উর্জা স্টেডিয়ামের শোভা বাড়াচ্ছে তাঁর তৈরি সেই চিত্র।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
প্রসঙ্গত, মান্ডালা আর্ট মূলত বিভিন্ন ধর্মীয় সংস্কৃতির শান্তিচর্চা প্রকাশের একটা মাধ্যম হিসেবে পরিচিত। সাধারণত তান্ত্রিক বৌদ্ধরা ধ্যানের সহায়তার জন্য ব্যবহার করতেন, যা এখনও করা হয়। যুগের পর যুগ এই চর্চা ভারত, চিন, জাপান, তিব্বত থেকে পশ্চিমের দেশগুলোতে ছড়িয়ে পড়েছে। তবে ইদানিং গ্রাম, শহরে মান্ডালা আর্টের তেমন চর্চা খুব একটা হয় না। শিল্পকলার সিলেবাসের পাতায় মুখ লুকিয়ে রয়ে গেছে সেই প্রাচীন শিল্পের কৌশল। যাকে আবার সবার সামনে এনে ফেললেন শিলিগুড়ির এই তরুণী। শুধু তাই নয়, সবচেয়ে বড় মান্ডালা আর্ট বানিয়ে ইন্ডিয়া বুক অব রেকর্ড এবং এশিয়া বুক অফ রেকর্ডসে নামও তুললেন তিনি।
অনির্বাণ রায়