Picnic Blood Donation Camp: পিকনিকে রক্তদান! চাহিদা মেটাতে দেদার খাওয়া-দাওয়ার সঙ্গে দিল রক্ত

Last Updated:

গ্রীষ্মকালীন রক্তের সঙ্কট মেটাতে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আয়োজিত হয় রক্তদান শিবির। বিভিন্ন ক্লাব, সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়

+
রক্তদান

রক্তদান কর্মসূচি 

পশ্চিম মেদিনীপুর: একদিকে চলছে রান্না, খাওয়া-দাওয়া অন্যদিকে খেলাধুলো। তার‌ই পাশে চলছে রক্তদান শিবির। এমন উৎসবমুখর রক্তদান শিবির বেশ বিরল ব্যাপার। পার্কের মধ্যে আয়োজন করা হয়েছে পিকনিক। আর সেই পিকনিকেই হচ্ছে রক্তদান শিবির! এমনই বিরল দৃশ্য দেখা গেল ঘাটালের ইকো ট্যুরিজম পার্কে।
রক্তদান মহৎ দান। বারবার এই কথাটা বলা হয়। তারপরও একটা বিরাট অংশের মানুষ রক্তদান করতে ভয় পান, আবার অনেক কুসংস্কারের বশবর্তী হয়ে রক্তদান থেকে শত হস্ত দূরে থাকেন। এদিকে প্রতিনিয়ত মানুষের চিকিৎসায় রক্তের চাহিদা বাড়ছে। সেই চাহিদা মেটাতেই প্রথাগত ছক ভেঙে পিকনিকের আমেজে আয়োজন করা হল রক্তদান শিবির। পশ্চিম মেদিনীপুরের ঘাটালের ইকো ট্যুরিজম পার্কে আয়োজিত এই অভিনব আয়োজনের সাক্ষী থাকল জেলার মানুষ।
advertisement
advertisement
গ্রীষ্মকালীন রক্তের সঙ্কট মেটাতে বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় আয়োজিত হয় রক্তদান শিবির। বিভিন্ন ক্লাব, সংগঠন, স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আবার কখনও বিবাহ অনুষ্ঠান বা অন্যান্য সামাজিক অনুষ্ঠানেও রক্তদান শিবির করে থাকেন বহু মানুষ। তবে শীতকালীন সময়ে সাধারণ মানুষ পিকনিকের আনন্দেই মজে থাকেন। তবে সামান্য ইচ্ছে ও মানসিকতা থাকলেই সমাজের কাজে যে এগিয়ে আসা যায় তা প্রমাণ করে দেখালেন কুইজ ও-ম্যানিয়া নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা। ঘাটালের ইকো ট্যুরিজম পার্কে এদিন একদিকে ছিল রান্না, খাওয়া-দাওয়া, খেলাধুলার ব্যবস্থা অন্যদিকে আয়োজন করা হয় রক্তদান শিবিরের। নাম দেওয়া হয়েছিল ‘পিকনিকে রক্তদান’।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। পরে মহাকুমাশাসক তাঁর ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে লেখেন, পিকনিক তো আমরা সবাই করি। শীতের নরম রোদে মুক্ত বাতায়নে সবার সঙ্গে খাওয়াদাওয়া আর দেদার হুল্লোড়ের মধ্যে দিয়ে একটা দিন কাটানোর নামই বনভোজন বা পিকনিক। শীতকাল জুড়ে কতই তো পিকনিক হয় আমাদের চারিদিকে। এই ভিন্ন স্বাদের পিকনিক ঘাটাল মহকুমায় প্রথম। আপনারাও এগিয়ে আসুন এই ধরণের আয়োজনে। আপনাদের পিকনিকেও সঙ্গী হোক রক্তদান। কোনও সংস্থা পিকনিকে রক্তদান আয়োজন করতে চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। রক্তদান শিবির বুকিংয়ের ব্যবস্থাটুকু করে দিতে পারব।
advertisement
এদিনের এই রক্তদান শিবিরে প্রায় ৫০ জন রক্তদাতা রক্ত দিয়েছেন। পরিবেশ বাঁচানোর বার্তা নিয়ে তাঁদের হাতে তুলে দেওয়া হয় চারা গাছ।
রঞ্জন চন্দ
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Picnic Blood Donation Camp: পিকনিকে রক্তদান! চাহিদা মেটাতে দেদার খাওয়া-দাওয়ার সঙ্গে দিল রক্ত
Next Article
advertisement
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে রাহুল গান্ধীর সঙ্গে সাক্ষাৎ উন্নাও কাণ্ডের নির্যাতিতার
‘প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির সঙ্গেও দেখা করতে চাই’! ন্যায়বিচারের দাবিতে উন্নাও নির্যাতিতা
  • উন্নাও ধর্ষণকাণ্ডে কুলদীপ সিং সেনগরের জামিনে দিল্লিতে উত্তেজনা, নির্যাতিতা ও তাঁর মা প্রতিবাদে শামিল হন.

  • নির্যাতিতা প্রধানমন্ত্রীর কাছে ন্যায়বিচার চেয়ে রাষ্ট্রপতি ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ চান.

  • বিক্ষোভে পুলিশ ও সিআরপিএফ নির্যাতিতা ও তাঁর মাকে বাধা দেয়, বৃদ্ধা মাকে ধাক্কাধাক্কির অভিযোগ ওঠে.

VIEW MORE
advertisement
advertisement