দিল্লি এবং উত্তর-পশ্চিম ভারতের বাসিন্দাদের মালদহের আমের স্বাদ পৌঁছে দিতে উদ্যোগী হল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে রাজধানী দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে বেঙ্গল ম্যাংগো মেলা এবং হ্যান্ডলুম-হ্যান্ড ক্রাফ্ট এক্সপো ২০২৫। যেখানে পাওয়া যাবে মালদহের একাধিক প্রজাতির বিখ্যাত আম। আগামী ২৪ শে জুন থেকে নয়া দিল্লির জনপথের হ্যান্ডলুম হাটে অনুষ্ঠিত হবে আম মেলা।
advertisement
আরও পড়ুন: আসবে কাঁড়ি কাঁড়ি টাকা! প্রথম হলেও এবার মালদারাজ সুইডেন, নিউজিল্যান্ডে! মূলে ল্যাংড়া, গোপাল ভোগ…
জেলা উদ্যান পালন আধিকারিক সামন্ত লায়েক জানান, “প্রতিবছরই দিল্লির আম মেলায় মালদহ থেকে প্রায় ১৯ মেট্রিক টন আম পাঠানো হয়। হিমসাগর, ল্যাংড়া, রাখাল ভোগ, আসিনা, বৃন্দাবনি আম সহ একাধিক প্রজাতির সুস্বাদু আম যাবে দিল্লির আম মেলায়। মেলা শুরু দু-তিন দিন আগে থেকেই একাধিক পর্যায়ে পাঠানো হবে আম।”
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এ প্রসঙ্গে মালদা ম্যাংগো মার্চেন্ট অ্যাসোসিয়েশন সভাপতি উজ্জ্বল সাহা জানান, “মালদহ সহ রাজ্যের অন্যান্য জেলা থেকেও আম যাচ্ছে দিল্লির আম মেলায়। সেখানে প্রদর্শনীর মাধ্যমে মালদহ সহ রাজ্যের আমের গুণগত মান তুলে ধরা হবে। যার ফলে আরও বেশি করে মালদহের আমের চাহিদা বাড়বে। এতে লাভবান হবেন জেলার আম চাষিরা।’
রাজ্যে বসেই এবারে দিল্লীবাসীর আমের স্বাদের চাহিদা মেটাবে মালদহের ১৯ মেট্রিক টন আম। দিল্লির আম মেলায় পাড়ি দেবে মালদহের একাধিক বিখ্যাত প্রজাতির আম। রাজধানীর আম মেলায় প্রদর্শনীর ফলে আন্তর্জাতিক বাজারে জেলার আমের চাহিদা আরও বাড়বে। যার ফলে জেলার অর্থনৈতিক অবস্থা উন্নত হবে।
জিএম মোমিন