দীর্ঘ এক বছর ধরে এই ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকার পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদের পঞ্চায়েত সমিতির বিজেপির হয়ে লড়াই করেছিলেন তিনি। এদিন অভিযুক্তকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্তে নামবে পুলিশ।
আরও পড়ুন: মিলছিল না হদিস, অবশেষে দাসপুরে খোঁজ মিলল ৫ কোটির লটারি জেতা ব্যক্তির! কী হয়েছিল আসলে?
advertisement
এই ঘটনায় বিজেপি জেলা সভাপতি আনন্দময় বর্মণ জানান, ''ধৃত ব্যক্তি দলের কোনও পদে ছিল না। সাধারণ সমর্থক হতে পারে। দল এরকম কাউকে সমর্থন করে না। আইন আইনের মতো কাজ করবে।''
আরও পড়ুন: বড় খবর! শুক্রবার থেকেই প্রাথমিকের টেটের আবেদনপত্র, নিয়মেও বড় বদল ঘটাল পর্ষদ
অপরদিকে, জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ জানান, ''বিজেপি যে কোনও কারণে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করে। কিন্তু তৃণমূলকে সামনে রেখে অন্যায় করছে। যিনি গ্রেফতার হয়েছেন, তিনি পঞ্চায়েত সমিতির লড়াই করেছিলেন। বিজেপির কাজ তৃণমূলের দিকে আঙুল তোলা।''
----বিশ্বজিৎ মিশ্র