TRENDING:

Bengal Bjp: মাদক সহ গ্রেফতার বিজেপি 'নেতা', রাজনৈতিক তরজা তুঙ্গে

Last Updated:

Bengal Bjp: দীর্ঘ এক বছর ধরে এই ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকার পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদের পঞ্চায়েত সমিতির বিজেপির হয়ে লড়াই করেছিলেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নকশালবাড়ি: এবার মাদক সহ গ্রেফতার হল নকশালবাড়ি মণ্ডল বিজেপি যুব মোর্চার সভাপতি সুমন বর্মন। গোপন সূত্রে খবর পেয়ে খড়িবাড়ি থানার পুলিশ অভিযুক্ত যুব নেতাকে ২৫ বোতল কাফ সিরাপ সহ হাতেনাতে গ্রেফতার করে। পুলিশ সূত্রে খবর এই যুব নেতা মাদক পাচারকারীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
advertisement

দীর্ঘ এক বছর ধরে এই ব্যবসার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকার পাশাপাশি শিলিগুড়ি মহকুমা পরিষদের পঞ্চায়েত সমিতির বিজেপির হয়ে লড়াই করেছিলেন তিনি। এদিন অভিযুক্তকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে ঘটনার তদন্তে নামবে পুলিশ।

আরও পড়ুন: মিলছিল না হদিস, অবশেষে দাসপুরে খোঁজ মিলল ৫ কোটির লটারি জেতা ব্যক্তির! কী হয়েছিল আসলে?

advertisement

এই ঘটনায় বিজেপি জেলা সভাপতি আনন্দময় বর্মণ জানান, ''ধৃত ব্যক্তি দলের কোনও পদে ছিল না। সাধারণ সমর্থক হতে পারে। দল এরকম কাউকে সমর্থন করে না। আইন আইনের মতো কাজ করবে।''

আরও পড়ুন: বড় খবর! শুক্রবার থেকেই প্রাথমিকের টেটের আবেদনপত্র, নিয়মেও বড় বদল ঘটাল পর্ষদ

অপরদিকে, জেলা তৃণমূল সভানেত্রী পাপিয়া ঘোষ জানান, ''বিজেপি যে কোনও কারণে তৃণমূল কংগ্রেসকে কালিমালিপ্ত করে। কিন্তু তৃণমূলকে সামনে রেখে অন্যায় করছে। যিনি গ্রেফতার হয়েছেন, তিনি পঞ্চায়েত সমিতির লড়াই করেছিলেন। বিজেপির কাজ তৃণমূলের দিকে আঙুল তোলা।''

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

----বিশ্বজিৎ মিশ্র

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bengal Bjp: মাদক সহ গ্রেফতার বিজেপি 'নেতা', রাজনৈতিক তরজা তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল