Lottery in West Bengal: মিলছিল না হদিস, অবশেষে দাসপুরে খোঁজ মিলল ৫ কোটির লটারি জেতা ব্যক্তির! কী হয়েছিল আসলে?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Lottery in West Bengal: শুধু দাসপুর নয়, পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায় জুড়ে শোরগোল পড়লেও মেলেনি পাঁচ কোটি টাকার মালিকের হদিস।
#দাসপুর: একেই বলে কোটিপতি, অবশেষে মিলল পাঁচ কোটি টাকার লটারি পাওয়া ব্যক্তির হদিস। উল্লেখ্য কয়েকদিন আগেই দাসপুর এলাকা জুড়ে ছড়িয়েছিল তীব্র শোরগোল। কারণ দাসপুরের কোন এক ব্যক্তির লটারি কেটে প্রায় ৫ কোটি টাকা জিতেছেন। কিন্তু পাঁচ কোটি টাকার মালিক কে, খোঁজ মেলেনি তার, অধরা ছিলেন সেই ব্যক্তি।
শুধু দাসপুর নয়, পশ্চিম মেদিনীপুর জেলার বিস্তীর্ণ এলাকায় জুড়ে শোরগোল পড়লেও মেলেনি পাঁচ কোটি টাকার মালিকের হদিস। অবশেষে পাওয়া গেল পাঁচ কোটি টাকার মালিকের হদিস। দাসপুরের বাসিন্দা পেশায় সোনার কারিগর, বর্তমানে বাড়িতেই থাকেন সুদীপ মাইতি। তিনি দুহাজার টাকার লটারি কেটেছিলেন দাসপুরের মাতৃ লটারি এজেন্সির থেকে। সুদীপবাবু ডিয়ার লটারি কেটেছিলেন।
advertisement
advertisement
আর সেই লটারি কেটেই পাঁচ কোটি টাকা জিতেছেন সুদীপ মাইতি। কিন্তু লটারি কাটার পরেই ভয়ে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন সুদীপ, লটারি এজেন্সি থেকে শুরু করে এলাকার সমস্ত মানুষ খোঁজখবর নিলেও খোঁজ পাওয়া যাচ্ছিল না লটারি প্রাপকের।
অবশেষে কয়েকদিন বাদে ডিয়ার লটারি কেটে ৫ কোটি টাকার কোটিপতি ব্যক্তির হদিস পাওয়া গেল। যদিও টাকা পেয়ে আতঙ্কে রয়েছেন সুদীপ, অধিকাংশ সময়ে বাড়ির বাইরে গা ঢাকা দিয়ে রাত কাটাচ্ছেন তিনি।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 14, 2022 11:32 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Lottery in West Bengal: মিলছিল না হদিস, অবশেষে দাসপুরে খোঁজ মিলল ৫ কোটির লটারি জেতা ব্যক্তির! কী হয়েছিল আসলে?