Suvendu Adhikari: শুভেন্দুকে এবার জিজ্ঞাসাবাদ করবে রাজ্য পুলিশ, নোটিস পাঠাতেই তোলপাড় বাংলা

Last Updated:

Suvendu Adhikari: বিতর্কিত মন্তব্যের কারণে শুভেন্দু অধিকারীকে পুলিশি তলব নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।

চাপে শুভেন্দু অধিকারী
চাপে শুভেন্দু অধিকারী
#তমলুক: ভাইয়ের পর এবার দাদা। আগে সৌমেন্দু দু'দুবার সৌমেন্দু অধিকারীকে ডেকে পাঠানোর পর এবার খোদ শুভেন্দু অধিকারীকে নেটিশ পাঠালো পূর্ব মেদিনীপুরের তমলুক থানার পুলিশ। গত ২০২১ সালের ১৯ শে জুলাই তমলুকে বিজেপির সভা থেকে বিতর্কিত মন্তব্য করার অভিযোগ ওঠে বিরোধী দলনেতা শুভেন্দুর বিরুদ্ধে। সেই ঘটনার প্রেক্ষিতে তমলুক থানার পুলিশের পক্ষ থেকে শুভেন্দু অধিকারীর নামে একটি মামলা দায়ের করা হয়েছিল। সেই মামলাতেই এবার ডেকে পাঠানো হল শুভেন্দুকে।
সেই মামলার প্রেক্ষিতেই তাঁকে কবে কোথায় জিজ্ঞাসাবাদ করা হবে তা নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে শুভেন্দুকে জানাতে হবে বলে নোটিসে উল্লেখ করেছে তমলুক থানার পুলিশ। তবে, তমলুক থানার পুলিশের পক্ষ করা মামলাকে চ্যালেঞ্জ করে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু।
advertisement
advertisement
এই পরিস্থিতিতে বিতর্কিত মন্তব্যের কারণে শুভেন্দুকে পুলিশি তলব নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। তমলুক থানা সূত্রে খবর, শুভেন্দুকে আগে এই মামলায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলেও তিনি তা এড়িয়ে গিয়েছেন। গত জুলাই মাসের ১ তারিখের মধ্যে তাঁর আইনজীবী জেরার সময় এবং স্থান জানাবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তা জানানো হয়নি।
advertisement
তমলুক থানা জানিয়েছে, এই নোটিস পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে শুভেন্দুকে জানাতে হবে, তিনি কবে কোথায় পুলিশের মুখোমুখি হতে পারবেন। যদিও এখনও শুভেন্দুর তরফে এখনও এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি। প্রসঙ্গত, এর আগে শুভেন্দুর ভাই সৌমেন্দু অধিকারীকেও দু’দফায় জেরা করেছে কাঁথি থানার পুলিশ। বৃহস্পতিবার শুভেন্দুর কাছে নোটিস আসার পাশাপাশি সৌমেন্দুর কাছেও নোটিস গিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের তরফে।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: শুভেন্দুকে এবার জিজ্ঞাসাবাদ করবে রাজ্য পুলিশ, নোটিস পাঠাতেই তোলপাড় বাংলা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement