Primary Tet: বড় খবর! শুক্রবার থেকেই প্রাথমিকের টেটের আবেদনপত্র, নিয়মেও বড় বদল ঘটাল পর্ষদ
- Published by:Suman Biswas
Last Updated:
Primary Tet: আজ বিকেল ৪ টের পর থেকে প্রাথমিকের টেটের আবেদন পত্র, হচ্ছে আলাদা অনলাইন পোর্টাল।
#কলকাতা: প্রাথমিকের টেটের আবেদন পত্র শুক্রবার অর্থাৎ আজ বিকেল থেকেই দেওয়া শুরু করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। পর্ষদের তরফে জানানো হয়েছে শুক্রবার বিকেল চারটের পর থেকেই অনলাইনে আবেদন পত্র দেওয়ার কাজ শুরু হবে। তবে এই প্রক্রিয়া কত দিন চলবে তা এখনও পর্যন্ত জানানো না হলেও পর্ষদ সূত্রে খবর আগামী ২১ দিন টেটের আবেদন পত্র অনলাইনে তোলা ও জমা দেওয়া যাবে। ইতিমধ্যেই তার প্রস্তুতি চূড়ান্ত করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
অন্যদিকে বৃহস্পতিবার প্রাথমিকের টেটের ক্ষেত্রে ফের নিয়মে বড়সড় বদল এনেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। সংরক্ষণ তালিকাভুক্ত প্রার্থীরা এই বদলের সুবিধা পাবেন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে প্রার্থীদের মধ্যে যারা তপশিলি জাতি,উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণীর তাদের জন্য বিশেষ ছাড় দেওয়া হয়েছে। দ্বাদশ স্তরের পরীক্ষা বা স্নাতক স্তরে ৫ শতাংশ কম নম্বর পেলেও এই শ্রেণীভুক্তরা আবেদন করতে পারবেন। অর্থাৎ সাধারণদের জন্য যেখানে ৫০ শতাংশ নম্বর থাকা বাধ্যতামূলক সেখানে সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে নম্বরের উর্ধ্বসীমা ৪৫ শতাংশ। সংরক্ষণ তালিকাভুক্তদের পাশাপাশি শারীরিক দিক থেকে বিশেষভাবে অক্ষম, প্রাক্তন সেনা কর্মী ছাড়াও আরো বেশ কয়েকটি শ্রেণীর প্রার্থীরা এর সুবিধা পাবেন। এই মর্মে বৃহস্পতিবারই প্রাথমিক শিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তি জারি করেছে।
advertisement
advertisement
প্রসঙ্গত ইতিমধ্যেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বুধবার জারি করা নির্দেশিকায় বলা হয়েছে শুধুমাত্র ২০২০-২২ শিক্ষাবর্ষই নয়, এর পরবর্তী শিক্ষাবর্ষ গুলিকেও যারা ডি এল এড বা বিএডে ভর্তি হয়েছেন তারাও প্রাথমিকের টেট দিতে পারবেন। অর্থাৎ যারা চলতি শিক্ষা বর্ষ ভর্তি হয়েছেন তারাও দিতে পারবেন প্রাথমিকের টেট। আধিকারিকদের একাংশের দাবি ন্যাশনাল কাউন্সিল ফর টিচার্স এডুকেশনের যাবতীয় নিয়ম মেনে চলতে চায় টেটকে কেন্দ্র করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। যাতে এই পরীক্ষা কে কেন্দ্র করে নতুন করে কোন আইনি জটিলতা তৈরি না হয়। লক্ষাধিক পরীক্ষার্থী আবেদন করবে তেমনটাই অনুমান করে ইতিমধ্যেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। বিভিন্ন জেলা থেকে আনুমানিক পরীক্ষার্থীর হিসাব ধরে তালিকা চাওয়া হয়েছিল পরীক্ষা কেন্দ্রের। সেই তালিকা ইতিমধ্যেই পেয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।পর্ষদ সূত্রে খবর সেইসব পরীক্ষা কেন্দ্র ধরে ধরে ইতিমধ্যেই তার প্রস্তুতি ও চূড়ান্ত হয়ে গেছে। কালীপুজো ছুটি মিটলে ই রাজ্য প্রশাসনের সঙ্গেও পরীক্ষার যাবতীয় প্রস্তুতি নিয়ে বৈঠকে বসবে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
advertisement
প্রসঙ্গত চলতি সপ্তাহেই পর্ষদ সভাপতি গৌতম পাল সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট জানিয়েছেন স্বচ্ছতার সঙ্গেই নেওয়া হবে প্রাথমিকের টেট। নিয়ম মেনে বছরে দুবার টেট নেওয়া হবে বলেও আগেই দাবি করেছিলেন পর্ষদ সভাপতি। চলতি সপ্তাহে অবশ্য সাংবাদিক সম্মেলন করে তিনি দাবি করেন বছরে দুবার নিয়োগ হবে। কোন টেট পরীক্ষার্থী বসে থাকবেন না। পাশাপাশি ২০১৪, ২০১৭ সালের টেট উত্তীর্ণদেরও নিয়োগের জন্য আবেদন করার বার্তা রাখেন পর্ষদ সভাপতি। শুক্রবার থেকে প্রাথমিকের টেট আবেদনপত্র দেওয়ার পাশাপাশি আগামী ২১ অক্টোবর থেকেও নিয়োগের জন্য আবেদন পত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করবে পর্ষদ। ইতিমধ্যেই তার জন্য প্রস্তুতি ও শুরু করে দিয়েছে পর্ষদ। চলতি সপ্তাহে সাংবাদিক সম্মেলন করে পর্ষদ সভাপতি দাবি করেছিলেন ১১ হাজারেরও বেশি শূন্য পদ স্কুল শিক্ষা দফতর থেকে তারা পেয়েছেন। দ্রুত এই পদ গুলিতে নিয়োগ করা হবে বলেও দাবি করেন পর্ষদ সভাপতি। তবে টেটের নিয়মে সরলীকরণ আনার জন্য আরো পরীক্ষার্থী পরীক্ষা দিতে পারবে বলেই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে পরীক্ষার্থীর সংখ্যা লক্ষাধিক বেড়ে যেতে পারে বলেই অনুমান করছে পর্ষদের আধিকারিকরা।
Location :
First Published :
October 14, 2022 12:22 PM IST