আরও পড়ুন: হঠাৎ নিখোঁজ মালদহের তরুণী,শেষে ফোন এল বাংলাদেশ থেকে!মেয়ের খবর শুনে বাবা-মায়ের মাথায় হাত
এবার ষষ্ঠী বেশিরভাগ বাড়িতেই হচ্ছে বেশ জাঁকজমক করে। তার উপর উপরি পাওনা রবিবার। ছুটির দিন জামাই ষষ্ঠী এ যেন পড়ে পাওয়া চোদ্দ আনার মতো। সেইমত বাজারহাটেও শুক্রবার থেকেই কেনাকাটার ভিড় লেগে রয়েছে। আর চাহিদা অনুযায়ী দাম চড়ছে ষষ্ঠীর সব উপকরণের। বাজারে গিয়ে মাথায় হাত সাধারণ মানুষের। তবে রবিবার সেই দাম আরও চড়ার আশঙ্কা। যেন সবেতেই ছ্যাঁকা লাগছে। মাছ মাংসের বাজার কোনওমতে সারলেও ফল কিনতে গিয়ে ফের দামের অঙ্কে হোঁচট খেতে হচ্ছে শ্বশুরমশাইদের।
advertisement
আরও পড়ুন: মোদিকে উত্তর দিলেন মমতা, উন্নয়ন প্রকল্পের লড়াইয়ে তথ্য তুলে ধরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট
ব্যবসায়ীদের পক্ষ থেকে জানা যায়, ফলের রাজা আমের দাম ৮০-১০০ টাকা কেজি, কলা ১২ টাকা, জোড়া, শশা ৬০ টাকা কেজি, আপেল ২৫০ টাকা কেজি, আঙুর ২০০ টাকা কেজি, লিচু ২০০ টাকা কেজি। সবজির দামও আকাশছোঁয়া। যা কিনতে রীতিমত কালঘাম ছুটছে আমজনতার।
একটা সময় ছিল যখন ষষ্ঠীর পাখার বাতাস, আম-লিচু খাবার পর, ভরপুর মধ্যাহ্নভোজ। ব্যাস জামাইষষ্ঠী একেবারে জমজমাট। তবে, অন্যান্য বারের তুলনায় বালুরঘাট শহরের সেই চেনা দৃশ্য উধাও হয়ে গিয়েছে। তবুও, ষষ্ঠী উপলক্ষে বালুরঘাট শহরের বাজার ও তহবাজারে সকাল থেকেই বালুরঘাট জমে উঠেছে। বাজার করতে আসা সাধারণ মানুষদের দাবি, অন্যান্য দিন গুলির তুলনায় ষষ্ঠীর দুদিন আগে থেকে কমবেশি সমস্ত জিনিসের দাম যথেষ্টই বেশি। যার ফলে বাজার করতে এসে হতাশ মধ্যবিত্তরা।