Malda Woman in Bangladesh: হঠাৎ নিখোঁজ মালদহের তরুণী, শেষে ফোন এল বাংলাদেশ থেকে! মেয়ের খবর শুনে বাবা-মায়ের মাথায় হাত
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:Sebak Deb Sarma
Last Updated:
তরুণীর মায়ের দাবি, বাড়িতে মেয়ের মধ্যে কোনও অস্বাভাবিকতা চোখে পড়েনি তাঁদের। নিজের ফোন থেকেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলেছিলেন ওই তরুণী।
সমাজমাধ্যমে সম্পর্ক তৈরি। এরপর ভালোবাসার মানুষকে পেতে দেশ ছেড়ে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে মালদহের এক তরুণী। পরিবারের দাবি বর্ডার গার্ডস বাংলাদেশের হাতে ধরা পড়ার পর আপাতত বাংলাদেশ পুলিশের হাতে বামনগোলার তরুণী। মেয়েকে ফিরে পেতে চরম উদ্বেগ আর উৎকণ্ঠায় তরুণীর পরিবার। পুলিশের দ্বারস্থ হয়েছেন তরুণীর বাবা-মা।
মালদহের বামনগোলা থানার গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের তরুণী ভালোবাসার মানুষের টানে আন্তজাতিক সীমান্তে পেরিয়ে বাংলাদেশে গিয়ে বিজিবি’র হাতে আটক। পরিবার সূত্রে জানাগিয়েছে, প্রেমের টানে ঘর ছেড়েছে ২১ বছরের তরুণী। সীমান্তের বিএসএফ জওয়ানদের নজর এড়িয়ে প্রেমিকের বাড়ির উদ্দেশ্যে বাংলাদেশ চলে যায়। এরপর দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার নাহেরকুড়ি সীমান্ত এলাকায় বাংলাদেশের বিজিবি ক্যাম্পের জওয়ানদের হাতে ধরা পড়েছে ওই তরুনী। এরপর তাঁকে তুলে দেওয়া হয় বাংলাদেশ পুলিশের হাতে। কিন্তু খোঁজ নেই তাঁর প্রেমিকের।
advertisement
শুক্রবার টেলিফোনে পরিবারকে নিজের বাংলাদেশের ধরা পড়ার কথা জানায় তরুণী। এরপরেই তরুণীর পরিবারের উদ্বেগ আরও বেড়েছে৷
advertisement
ওই তরুণীর পরিবারে রয়েছেন বাবা ও মা। বাবা পেশায় পরিযায়ী শ্রমিক। মা গৃহবধূ। বাবা-মায়ের একমাত্র সন্তান এই তরুণী। বামনগোলার পাকুয়াহাট কলেজে দ্বিতীয় বর্ষ পর্যন্ত পড়াশোনা করেছে ওই ছাত্রী।
তরুণীর মায়ের দাবি, বাড়িতে মেয়ের মধ্যে কোনও অস্বাভাবিকতা চোখে পড়েনি তাঁদের। নিজের ফোন থেকেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট খুলেছিলেন ওই তরুণী। গত রবিবার হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান তিনি। শেষ পর্যন্ত গতকাল বাড়িতে ফোন করে বাংলাদেশে আটক হওয়ার ঘটনার কথা জানান ওই তরুণী।
advertisement
এখন মেয়েকে কীভাবে ফিরিয়ে আনবেন, তা ভেবেই চিন্তায় ওই তরুণীর বাবা-মা। ওই তরুণী কীভাবে বাংলাদেশি তরুণের প্রেমে পড়ল, তা স্পষ্ট বলতে পারছেন না পরিবারের কেউই। এই ঘটনা নিয়ে একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছে বামনগোলা থানায়। পরিবার এখন প্রশাসনের সহযোগিতার অপেক্ষায়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 31, 2025 3:09 AM IST

