ছট কথার অর্থ সূর্য। ছটপুজোর বেশিরভাগ সামগ্রী কেন বাঁশ দিয়ে তৈরি হয় তা জানেন? ছটপুজো যা সাধারণত বিহার, উত্তরপ্রদেশ এবং নেপালের কিছু অংশ মানুষের এক বিশেষ ধর্মীয় উৎসব। এই পুজোর সময় বাঁশের সামগ্রী ব্যবহারের এক বিশেষ গুরুত্ব রয়েছে।
advertisement
বাঁশ প্রাকৃতিকভাবে সহজলভ্য এবং এটি শক্তিশালী, ফলে এটি বিভিন্ন ধরনের পুজোর উপকরণ তৈরি করতে সহায়ক। বাঁশের তৈরি পণ্য, যেমন মণ্ডপ, ঠাকুরের আসন, এবং পুজোর জন্য ব্যবহৃত অন্যান্য সামগ্রী, এই উৎসবের পরিবেশকে এক ধরনের সতেজতা এবং প্রাকৃতিক সংযোগ প্রদান করে। এছাড়া, বাঁশ একটি পরিবেশবান্ধব উপাদান, পরিবেশ রক্ষায় সাহায্যকারী। এই পুজোর অন্যতম প্রধান উপকরণ হল ‘ছট ডালা’, এটিও বাঁশের তৈরি হয়।
এই ডালায় ফল, ফুল, এবং অন্যান্য পুজোর সামগ্রী সাজিয়ে জলের কাছে রাখা হয় সূর্য দেবতার আরাধনের উদ্দেশ্যে। বলা চলে, ছট পুজোতে বাঁশের সামগ্রীর ব্যবহার একটি সাংস্কৃতিক এবং ধর্মীয় ঐতিহ্যের অংশ। তবে জিনিসের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে বাঁশের দামও। সে কারণেই এবছর ছটপুজোর প্রয়োজনীয় সামগ্রী কুলা, ঝুরি, ডালা সবেরই দাম খানিকটা বাড়তি।
সুরজিৎ দে