এই অনুষ্ঠান প্রসঙ্গে মাটিগাড়ার বিডিও জানান, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে বিভিন্ন আদিবাসী শিল্পী গোষ্ঠীদের হাতে উপহারস্বরূপ এই বাদ্যযন্ত্র তুলে দেওয়া হচ্ছে। অন্যদিকে পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি ভোলা ঘোষ জানান, আদিবাসী সম্প্রদায়ের মানুষদের ঐতিহ্যকে ধরে রাখতে পশ্চিমবঙ্গ সরকারের এই উদ্যোগ। আদিবাসী সম্প্রদায়ের পরিচয় তাদের এই ধামসা-মাদলে। সেই অর্থেই বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে তাঁদের সম্মান জানিয়ে মাটিগাড়া ব্লকে তাঁদের হাতে এই বাদ্যযন্ত্রগুলি তুলে দেয়া হয়।
advertisement
আরও পড়ুন: পবনের হাত ধরেই স্কুলে ফিরছে বন্ধ চা বাগানের শিশুরা
ধামসা-মাদল পেয়ে খুশি রমেন কিস্কু, মহিমা ওঁরাও সহ আরও শিল্পীরা। শিল্পী অরবিন্দ কেরকাট্টা বলেন, ধামসা-মাদল বাজিয়ে আমাদের সংসার চলে। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অনুষ্ঠান করি। আমাদের এক একটি গোষ্ঠীর অনুষ্ঠান করতে অনেক কিছুই প্রয়োজন হয়। কিন্তু সব সময় আমরা সমস্ত কিছু যোগাড় করে উঠতে পারি না। তাই রাজ্য সরকারের এমন উদ্যোগকে আমরা কুর্নিশ জানাই। অন্যদিকে সুনিতা ওঁরাও বলেন, আজ আমরা ভীষণ খুশি। আমাদের দলের এবং আরও পাঁচটি দলের সদস্যদের ধামসা এবং মাদল দেওয়া হয়েছে।
অনির্বাণ রায়