Bangla Video: পবনের হাত ধরেই স্কুলে ফিরছে বন্ধ চা বাগানের শিশুরা

Last Updated:

Bangla Video: চা বাগান এলাকার শিশুদের শিক্ষার বিষয়টি নিয়ে প্রথম থেকেই উদ‍্যোগী ভূমিকা নিয়েছেন পবন ইয়ালমো। এই কাজটি তিনি প্রথমে শুরু করেছিলেন ভার্নোবাড়ি চা বাগান থেকে

+
পবন

পবন ইয়ালমো

আলিপুরদুয়ার: স্কুলছুট শিশুদের ফের বিদ্যালয়মুখী করতে এক যুবকের বিশেষ উদ্যোগ। কালচিনির যুবক পবন ইয়ালমো এই বিষয়ে এগিয়ে এসেছেন। বিশেষ করে বন্ধ চা বাগানগুলির শিশুদের আবার শিক্ষাঙ্গনমুখী করে তুলতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন তিনি।
চা বাগান এলাকার শিশুদের শিক্ষার বিষয়টি নিয়ে প্রথম থেকেই উদ‍্যোগী ভূমিকা নিয়েছেন পবন ইয়ালমো। এই কাজটি তিনি প্রথমে শুরু করেছিলেন ভার্নোবাড়ি চা বাগান থেকে। বাগানের ৬০ জন শিশু পড়াশুনো থেকে বঞ্চিত ছিল। সেই শিশুদের পড়াশুনা শেখানোর দায়িত্ব নেন তিনি। বর্তমানে সেই শিশুরা স্কুলে গিয়ে শিক্ষা নিচ্ছে।
advertisement
advertisement
আলিপুরদুয়ার জেলার চা বাগান এলাকা কালচিনি। এই ব্লকে বন্ধ হয়ে পড়ছে একের পর এক চা বাগান। যার ফলে এলাকার অর্থনীতি নড়বড়ে হয়ে পড়ছে। অনটনের কারণে সন্তানদের স্কুলে পাঠাতে পারছেন না অভিভাবকরা। এই সমস্ত অবহেলিত শিশুদের খুঁজে বের করছেন পবন ইয়ালমো। তাঁদের গান, নাচের মাধ‍্যমে পড়াশুনো শেখাচ্ছেন তিনি। এই বিষয়ে পবন ইয়ালমো জানান, শিক্ষা সকলের অধিকার। তাই তাদের আবার বইমুখী করে তুলতে, শিক্ষার আলো পৌঁছে দিতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
advertisement
অনন্যা দে
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla Video: পবনের হাত ধরেই স্কুলে ফিরছে বন্ধ চা বাগানের শিশুরা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement