দক্ষিণ দিনাজপুর: তীব্র গরমে বৈদ্যুতিক ফ্যান চালাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক গৃহবধূর। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার নারই এলাকায়। মৃতের নাম মংলি ওড়াও (৪৫)। বাড়ি উত্তর দিনাজপুরের আলতাপুরে৷
প্রতীকী ছবি
advertisement
জানা গিয়েছে, গঙ্গারামপুর থানার নারই এলাকার একটি রাইস মিলে এই দুর্ঘটনাটি ঘটে। ওই রাইস মিলেই কাজ করেন মৃতার স্বামী। সেই মিলের একটি ঘরেই থাকেন মংলি ওরাও এবং তাঁর স্বামী৷ এদিন প্রচণ্ড গরম থেকে স্বস্তি পেতে নিজের ঘরের বৈদ্যুতিক ফ্যান চালু করতে গিয়েই ঘটে অঘটন।
সেই সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর জখম হন ওই গৃহবধূ। চিৎকারে ছুটে আসেন আশেপাশের বাসিন্দারা। ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। এরপরে তড়িঘড়ি ওই মহিলাকে গঙ্গারামপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷