TRENDING:

Bangla News: প্রতারকের হাতে ফলাফলের তথ্য কীভাবে গেল! অভিযোগ হাতে পেতেই গ্রেফতার করল পুলিশ

Last Updated:

Bangla News: বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুস্মিতা গোস্বামী, বালুরঘাট: চলতি বছরের জুলাই মাসে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ে রেজাল্ট ঘোষণা হয়। দেখা যায়, বিগত বছরগুলি তুলনায় চলতি বছরে অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের সংখ্যা তুলনামূলক বেশি। এরপরেই ইউনিভার্সিটির নাম করে, কখনও বা কলেজ কর্তৃপক্ষের নাম করে পরীক্ষায় অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের ফোন করে তাদের নির্দিষ্ট অ্যাকাউন্টে টাকা জমা দিলেই পাস করিয়ে দেওয়া হবে বলেও জানায় প্রতারকরা। এরপর বিষয়টি সামনে আসতেই নড়েচড়ে বসে কলেজ কর্তৃপক্ষ ও পুলিশ প্রশাসন।
সাইবার প্রতারণায় গ্রেফতার এক ব্যক্তি 
সাইবার প্রতারণায় গ্রেফতার এক ব্যক্তি 
advertisement

জানা গিয়েছে, বালুরঘাট গার্লস কলেজের মাইনো হাঁসদা নামে এক ছাত্রী ৬০০ টাকা দিয়েও দেন ওই প্রতারকের অ্যাকাউন্টে। আর এরপরেই তিনি তাঁর ভুল বুঝতে পেরে বালুরঘাট সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করে সোমবার জুলিয়াস মোল্লা (৩০) নামে এক যুবককে তাঁর গ্রামের বাড়ি গঙ্গারামপুর থানার অন্তর্গত অশোক গ্রাম এলাকার সনকর গ্রাম থেকে গ্রেফতার করেছে। জুলাই মাসে অভিযোগ দায়ের হয়। মাইনো হাঁসদা বংশীহারী থানা এলাকার বাসিন্দা বালুরঘাট গার্লস কলেজের ছাত্রী। তিনি অভিযোগ দায়ের করেন সাইবার ক্রাইম থানায়।

advertisement

আরও পড়ুন:তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়‘, সিঙ্গুর মামলায় হাইকোর্টের নির্দেশ খারিজ! সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেল রাজ্য সরকার

View More

এ বিষয়ে ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদ জানিয়েছেন, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে আরও বিস্তারিত জানার চেষ্টা হচ্ছে। এই চক্রের পিছনে শুধু সে রয়েছে নাকি আরও বড় কোনও মাথা রয়েছে, তা খতিয়ে দেখা হবে। কী করে ওই ব্যক্তির কাছে অকৃতকার্য ছাত্র-ছাত্রীদের নাম্বার পৌঁছালো সেটাও খতিয়ে দেখা হবে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোয় নৈহাটি যেতে না পারলে চলে আসুন 'এখানে'! দর্শন পাবেন 'বড়মা'র
আরও দেখুন

পুলিশ সূত্রে খবর, মোট ৫০০ জন ছাত্রছাত্রীকে ফোন করেছিল ওই প্রতারক। কিন্তু তাঁর অ্যাকাউন্টে জমা পড়েছে মাত্র সাড়ে চার হাজার টাকা বলে স্বীকার করেছে সে। বালুরঘাট কোর্ট পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদন মঞ্জুর করেছে। তবে প্রশ্ন উঠছে, প্রতারকের হাতে ফলাফলের তথ্য কীভাবে গেল?পুরো ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে সাইবার ক্রাইম থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Bangla News: প্রতারকের হাতে ফলাফলের তথ্য কীভাবে গেল! অভিযোগ হাতে পেতেই গ্রেফতার করল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল