Singur Case: 'তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়', সিঙ্গুর মামলায় হাইকোর্টের নির্দেশ খারিজ! সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেল রাজ্য সরকার

Last Updated:

Singur Case: টাটাদের কারখানার জন্য বাম আমলে সিঙ্গুরে যে জমি অধিগ্রহণ করা হয়েছিল, তাতে ছিল মেসার্স শান্তি সেরামিক্স প্রাইভেট লিমিটেডের ২৮ বিঘা জমি ও তাতে তৈরি কারখানা।

কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
নয়াদিল্লি: ২০১৬ সালের সিঙ্গুর মামলার রায় সেই সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য নয়, যারা জমির বদলে ক্ষতিপূরণ গ্রহণ করেছে ও এক দশক ধরে চলা মামলায় কোনওরকম অংশগ্রহণ করেনি
তাৎপর্যপূর্ণ এই পর্যবেক্ষণ করে কলকাতা হাইকোর্টের রায় খারিজ করে দিল সর্বোচ্চ আদালতের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ।
advertisement
advertisement
টাটাদের কারখানার জন্য বাম আমলে সিঙ্গুরে যে জমি অধিগ্রহণ করা হয়েছিল, তাতে ছিল মেসার্স শান্তি সেরামিক্স প্রাইভেট লিমিটেডের ২৮ বিঘা জমি ও তাতে তৈরি কারখানা। এর জন্য সেই সময় তাদের সাড়ে ১৪ কোটি টাকার বেশি ক্ষতিপূরণ দেওয়া হয় সংস্থাকে।
advertisement
পরবর্তীতে ২০১৬ সালে সুপ্রিম কোর্টের রায়কে হাতিয়ার করে নিজেদের জমি ফেরত চায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। রাজ্য তাদের আবেদনে গুরুত্ব না দেওয়ায় তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। সর্বোচ্চ আদালতের নির্দেশ অনুকরণ করে প্রথমে সিঙ্গল বেঞ্চ ও পরবর্তীতে ডিভিশন বেঞ্চ রাজ্যকে তাদের জমি ফেরত দেওয়ার নির্দেশ দিলে সুপ্রিম কোর্টে আসে রাজ্য সরকার। এদিন সেই মামলার রায়দানে হাই কোর্টের নির্দেশ খারিজ করে দেয় শীর্ষ আদালত।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Singur Case: 'তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়', সিঙ্গুর মামলায় হাইকোর্টের নির্দেশ খারিজ! সুপ্রিম কোর্টে বড় স্বস্তি পেল রাজ্য সরকার
Next Article
advertisement
Bansuri Swaraj: 'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ করছেন!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
'মহিলা মুখ্যমন্ত্রী হয়েও নির্যাতিতাকেই দোষারোপ!' মমতার সমালোচনায় সুষমা কন্যা বাঁশুরি
  • দুর্গাপুর গণধর্ষণ কাণ্ডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া অব্যাহত। এবার মুখ খুললেন বিজেপির সাংসদ বাঁশুরি স্বরাজ, যিনি মুখ্যমন্ত্রীর বক্তব্যকে "লজ্জাজনক" ও "অগ্রহণযোগ্য" বলে মন্তব্য করেছেন। প্রসঙ্গত, বাঁশুরি স্বরাজ প্রয়াত বিজেপি নেত্রী ও প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা৷ 

VIEW MORE
advertisement
advertisement