স্থানীয় সূত্রে জানতে পারা গিয়েছে, “এদিন একটি অটোতে করে বাড়ি ফিরছিল কিছু পরিযায়ী শ্রমিক। দিনহাটা কোচবিহার মূল সড়কের কালাচাঁদ বাজার এলাকায় অটোটির পেছনে সজোরে ধাক্কা মারে দ্রুতগতিতে আসা একটি ডাম্পার। সেই ধাক্কাতেই অটো থেকে ছিটকে পড়ে যান এক ব্যক্তি। এতেই ঘটনাস্থলে প্রাণ যায় সেই ব্যক্তির। ঘটনা ঘটার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। তড়িঘড়ি পুলিশকে খবর পাঠানো হয়। এরপর পুলিশ এসে সেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়। তবে ঘটনার পরেই ডাম্পারটি সেখান থেকে পালিয়ে যায়।”
advertisement
পুলিশ সূত্রে জানতে পারা গিয়েছে, “এদিন সকালে কিছু পরিযায়ী শ্রমিক বাড়ি ফিরছিলেন। তাঁরা বিহারে কাজ করতেন। সড়ক দুর্ঘটনায় সেই ব্যক্তিদের মধ্যে একজনের মৃত্যু ঘটে। মৃত সেই ব্যক্তির নাম জহুরউদ্দিন শেখ তাঁর বাড়ি চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েতের চান্দের বাজার গ্রামে। তাঁর মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে দেওয়া হবে। বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনায় মামলা রজু করে তদন্তে নেমেছে পুলিশ। এছাড়া ঘাতক ওই ডাম্পার ও ডাম্পারের চালককে খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।”
আরও পড়ুনঃ শিরা থেকে নিংড়ে বের করবে ‘জেদি’ কোলেস্টেরলকে! শুধু এক সপ্তাহ মেনে চলুন এই ৫ ‘নিয়ম’, ফল হাতেনাতে!
তবে, দিনহাটা-কোচবিহার মূল সড়কে ডাম্পারের বেপরোয়া গতির বলি হয়েছেন আরও কিছু মানুষ। এবারে তাই স্থানীয় মানুষেরা দ্রুত গতিতে ডাম্পার চলাচলের বিষয় নিয়ে পুলিশ এবং প্রশাসনের দ্বারস্থ হয়েছেন।
Sarthak Pandit






