আরও পড়ুন: ট্রেইনি ও জুনিয়র ফায়ারম্যানের পদে ১৩৫ কর্মী নিয়োগ করবে এই সংস্থা, বিশদে জানুন
মৃত ছাত্রী শ্বেতা চিক বড়াইক ডামডিম রেল কোয়ার্টারে থাকতেন (Bangla News)। মৃতার বাবা অশোক চিক বড়াইক রেলকর্মী। মালবাজার মহকুমার ওদলাবাড়ি চেল সেতুর কাছে এই দুর্ঘটনা ঘটেছে। মর্মান্তিক এই ঘটনার জেরে গোটা এলাকায় শোকের ছায়া।
advertisement
আরও পড়ুন: জোড়া ফলায় বিদ্ধ উচ্চ মাধ্যমিক! ফের কি বদলাবে পরীক্ষার সূচি?
জানা গিয়েছে, ডামডিমের বেশ কিছু ছাত্রী ওদলাবাড়ি স্কুলে মাধ্যমিক পরিক্ষা দিতে যাচ্ছিলেন (Bangla News)। ডামডিম থেকে চ্যাংড়াবাধন্ধা প্যাসেঞ্জার ট্রেনে করে ওদলাবাড়ি আসার সময় ওদলাবাড়ি রেল সেতুর কাছে ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় ওই ছাত্রীর। খবর পেয়ে ঘটনাস্থলে যায় রেল পুলিশ। কী ভাবে মৃত্যু হল সে বিষয়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। ২০২২ সালে মাধ্যমিক পরীক্ষা অফলাইনেই চলছে। গত ৭ মার্চ থেকে শুরু হয়েছে পরীক্ষা। চলবে ১৬ মার্চ পর্যন্ত। মাধ্যমিক পরীক্ষা ১১.৪৫ থেকে পরীক্ষা শুরু হয়ে চলে দুপুর ৩টে পর্যন্ত।