বক্সা ব্যাঘ্র জঙ্গলের ছিপড়া বিট এলাকায় বন দফতরের প্লানটেশনের কাজ হচ্ছিল। জানা যায়, এখানে প্রায় ৮০ জন শ্রমিক কাজ করছিল। এদিন বিকেলে হঠাৎ বাজ পড়তে দেখেন শ্রমিকেরা। এদিক ওদিক ছুটে যান শ্রমিকরা।
আরও পড়ুন: একটি জলের ট্যাঙ্কে চারটি মৃতদেহ; সুইসাইড নোট নেই! নেই শত্রুতার ঘটনা, নিশ্চিহ্ন পুরো পরিবার, কেন?
advertisement
কিন্তু পরবর্তীতে তাঁরা দেখতে পান তপন রাভা নামের এক শ্রমিকের ঘটনাস্থলে মৃত্যু হয়। ঘটনায় আর পাঁচ জন শ্রমিক আহত হন। আহতরা হলেন বিশ্বজিৎ রাভা, জ্যোৎস্না রাভা, ইন্দ্রজিৎ রাভা, সাওন কুমার রাভা, রাহন রাভা। আহতদের প্রথমে শামুকতলা হাসপাতালে নিয়ে আসা হয়।
অবস্থা খারাপ থাকায় এদের মধ্যে তিনজনকে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে রেফার করা হয়। এদিন হঠাৎ করেই বাজ পরে এলাকায়। তারপর কোনও বৃষ্টিপাত হয়নি। এই ঘটনার আতঙ্ক সকলের মনে চেপে বসেছে।
Annanya Dey