স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জঙ্গলের ভেতর থেকে উদ্ধার হয় প্রাপ্তবয়স্ক ব্যক্তির দেহ। ক্রান্তি ব্লকের আপালচাদ রেঞ্জের জঙ্গলের ঘটনা। রবিবার সন্ধ্যায় ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পরে এলাকা জুড়ে। মৃত ওই ব্যক্তির নাম সঞ্জয় ওঁরাও। তাঁর বাড়ি ক্রান্তি ব্লকের কৈলাশপুর চা বাগানে।
আরও পড়ুন: কিলি পলের উপর ভয়ঙ্কর হামলা, রক্তাক্ত তারকার হাতে-পায়ে পড়ল ৫টি সেলাই!
advertisement
জানা গিয়েছে, রবিবার বিকেল নাগাদ ওই ব্যক্তির দেহ পরে থাকতে দেখেন বনকর্মীরা। খবর দেওয়া হয় প্রান্তিক ফাঁড়ির পুলিশকে। খবর পেয়ে ক্রান্তি রেঞ্জের বনকর্মীরা ও ক্রান্তি ফাঁড়ির পুলিশ এসে দেহ উদ্ধার করে। সোমবার ময়নাতদন্তের জন্য দেহটি জলপাইগুড়ি পাঠানো হয়।
আরও পড়ুন: আম কিনে ঠকেছেন? জানুন কীভাবে ভালো আম চিনবেন
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে কাঠ কুড়োতে গিয়ে হাতির সামনে পড়ে যায় ওই ব্যক্তি। হাতির হামলায় তাঁর মৃত্যু ঘটেছে বলেই মনে করছেন তদন্তকারীরা।
শেখ রকি চৌধুরী