কথায় বলে, 'পহলে দর্শনধারী, ফির গুণবিচারী'। আমের ক্ষেত্রে কিন্তু এই কথা একেবারে সত্যি। দাগহীন এবং আমের আকার যেন একদম নিটোল থাকে। খোসা কুঁচকে গিয়েছে এমন আম কিনবেন না। রং বিশেষ গুরুত্বপূর্ণ নয়। লাল, সোনালি হলুদ, সবুজ, গেরুয়া, কমলা যে কোনও রঙের আম যদি দেখতে সুন্দর লাগে কিনতে পারেন।