জানা গিয়েছে, গুলিবিদ্ধ ভাইয়ের নাম প্রকাশ দত্ত বয়স ৪৩ বছর। অভিযুক্ত দাদা মদন দত্ত পলাতক। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে টাকা-পয়সা এবং বাইক নিয়ে গণ্ডগোল।
শনিবার সন্ধ্যায় ভাইয়ের কাছে বাইক চেয়ে না পাওয়ায় দাদা মদন দত্ত ভাই প্রকাশ দত্তকে গুলি মারে বলে অভিযোগ। পিঠে গুলি লাগে প্রকাশ দত্তের। রক্তাক্ত অবস্থায় গুলিবিদ্ধ প্রকাশ দত্তকে নিয়ে আসা হয় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে। ঘটনায় আশঙ্কাজনক অবস্থায় মালদহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন প্রকাশ দত্ত।
advertisement
আরও পড়ুন: বিনামূল্যে অফুরান মহৌষধ, ভিটামিন ডি গায়ে মাখতে কখন রোদ পোহানোর সেরা সময় বলে দিলেন চিকিৎসক
এদিকে এই ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত দাদা মদন দত্ত। তবে কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র এলো তা এখনও স্পষ্ট জানা যায়নি। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে মালদহ থানার পুলিশ।






