এবারের বর্ষার যেন চিত্র উল্টো। মাঝভাদ্রেও সেভাবে বৃষ্টির দেখা নেই।জলের অভাবে করলার গাছ শুকিয়ে যাচ্ছে। সবুজ কচি গাছগুলো জলের অভাবে শুকিয়ে হলুদ হচ্ছে। পাশাপাশি, এর জেরে উৎপাদন ক্ষমতাও হ্রাস পাচ্ছে ক্রমশ।আকাশের দিকে চেয়ে আছে কৃষকের চোখ। কিন্তু সেই অপেক্ষা যেন কিছুতেই ফুরাচ্ছে না।
আরও পড়ুন: SSC-র মেধাতালিকা প্রকাশে বড় বদল, সকলেই জানবে সকলের রেজাল্ট! সন্ধ্যায় প্রকাশ
advertisement
কৃষকেরা মাঠের পর মাঠ প্রায় কয়েক বিঘা জমিতে করলা লাগিয়েও যেন লাভের মুখ দেখতে পেলেন না। অতিরিক্ত মূল্য দিয়ে জল কিনে সেচের ব্যবস্থা করলেও সেই জলের মাধ্যমে সবজি চাষ শুরু করলেও বেশিরভাগ ক্ষেত্রে কৃষকেরা তাদের চাষ বাস ঠিকভাবে করতে পারছে না বেশকিছু অর্থনৈতিক কারণে।
আরও পড়ুন: সিপিএমের পথে হাঁটতে গিয়ে বিপত্তি, সাসপেন্ড তৃণমূল নেতা! তুমুল শোরগোল তমলুকে
এরকম পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুর জেলার কৃষকদের মাথায় হাত পড়েছে। একদিকে বর্ষার পর্যাপ্ত বৃষ্টি নেই, অপরদিকে প্রতিনিয়ত বেড়েই চলেছে কীটনাশক থেকে শুরু করে সারের দাম।
—— সুস্মিতা গোস্বামী