SSC: SSC-র মেধাতালিকা প্রকাশে বড় বদল, সকলেই জানবে সকলের রেজাল্ট! সন্ধ্যায় প্রকাশ

Last Updated:

SSC: ১৪ হাজারেরও বেশি শূন্য পদ নিয়ে এই প্যানেল বা মেধা তালিকা আজ প্রকাশ করবে এসএসসি।

এসএসসি-তে নয়া নিয়ম
এসএসসি-তে নয়া নিয়ম
কলকাতা: এবার সকলেই সবার রেজাল্ট জানতে পারবেন। স্কুল সার্ভিস কমিশন তাদের মেধা তালিকা প্রকাশে বড়সড় পরিবর্তন আনল। এতদিন পর্যন্ত মেধাতালিকা প্রকাশের ক্ষেত্রে শুধুমাত্র রোল নম্বর দিয়েই প্রার্থীরা জেনে নিতেন তাঁরা উত্তীর্ণ নাকি অনুত্তীর্ণ। বুধবার সন্ধ্যাবেলায় উচ্চ প্রাথমিকের প্যানেল বা মেধাতালিকা প্রকাশ করবে এসএসসি।
১৪ হাজারেরও বেশি শূন্য পদ নিয়ে এই প্যানেল বা মেধা তালিকা আজ প্রকাশ করবে এসএসসি। সেই তালিকা এমন ভাবে প্রকাশ করা হচ্ছে যাতে সকলেই সবার নম্বর জানতে পারেন চাকরিপ্রার্থীরা। যারা প্যানেলের মধ্যে রয়েছেন এবং যারা ওয়েটিং লিস্টে রয়েছেন সবার নাম,নম্বর সহ বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হবে এসএসসি-এর ওয়েবসাইটে।
advertisement
advertisement
২০১৮ সালে শেষ এসএসসি প্যানেল বা মেধা তালিকা প্রকাশ করেছিল। সেই সময় অবশ্য এই নিয়মে প্যানেল প্রকাশ করা হয়নি এসএসসির তরফে। সম্প্রতি স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগকে কেন্দ্র করে একের পর এক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে।
advertisement
হাইকোর্টের নির্দেশে এই প্যানেল প্রকাশ হলেও মূলত নিয়োগের স্বচ্ছতা বজায় রাখতেই সব চাকরি প্রার্থীরাই সব চাকরিপ্রার্থীদের নম্বর জানতে পারবেন। এই নিয়মেই প্রকাশ করছে মেধা তালিকা এসএসসি।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
SSC: SSC-র মেধাতালিকা প্রকাশে বড় বদল, সকলেই জানবে সকলের রেজাল্ট! সন্ধ্যায় প্রকাশ
Next Article
advertisement
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
ব্রোচের মতোই দামি ! ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা
  • ব্রোচের মতোই দামি !

  • ৬৯,০০০ টাকা মূল্যের মেটাল সেফটি পিন নিয়ে এল প্রাডা

  • দেখে নিন ভাইরাল ছবি

VIEW MORE
advertisement
advertisement