আরও পড়ুন: ১২০ টি নারকেল নাড়ু দিয়ে ভোগ,পাঁতিহাল রায় বাড়ির ৫০০ বছর প্রাচীন দুর্গাপুজো
একসময় গ্রামীণ জীবনে নারকেলের দড়ির ব্যবহার ছিল অনেক। সেই দড়ি দিয়েই এবছর ত্রিধারা তৈরি করছে অভিনব মন্ডপ। বাঁশ, কাঠ ও কাপড়ের সঙ্গে মূল উপাদান হিসেবে থাকছে এই নারকেলের দড়ি। যার মাধ্যমে স্থানীয় শিল্পীরা ফুটিয়ে তুলছেন অপরূপ নকশা শিল্পকলা ও বিশাল ঝাড়। যা অন্য মাত্রা দেবে। যা থেকে চোখ ফেরানো দুষ্কর হয়ে যাবে বলে মনে করছেন আয়োজকরা।
advertisement
এ বিষয়ে ক্লাব সম্পাদক সন্দীপ সরকার জানান, “এবছর দুর্গাপুজোয় মূল লক্ষ্য গ্রামীণ কারুশিল্প ও পরিবেশ বান্ধব উপাদানের সম্মিলিত এক নতুন দৃষ্টান্ত স্থাপন করা। তবে শুধু থিম প্রদর্শনই নয়, এসব শিল্পকলাকে জেলাবাসীর সামনে তুলে ধরাই মূল উদ্দেশ্য।”
জানা গেছে শুধু মণ্ডপ নয়, প্রতিমাতেও থাকছে ব্যতিক্রমী ছোঁয়া। ২৬ ফুট চওড়া ও ১৮ ফুট উঁচু চালির প্রতিমা গড়ছেন শিল্পী পাপাই পাল। প্রতিমার অঙ্গসজ্জা, শাড়ি, গয়না ও চালি তৈরি হচ্ছে হোগলা পাতা, তাল পাতা, নারকেল পাতা ও সুপারি পাতা দিয়ে। এই অভিনব উদ্যোগের দায়িত্বে রয়েছেন বালুরঘাটের সাজশিল্পী দেবজ্যোতি মোহরা। আলোকসজ্জার দায়িত্বে থাকা কৃষ্ণ দাস বিশাল আলোকতোরণ, কলকা, অভিনব আলোয় পুরো আয়োজনকে জীবন্ত করে তুলবেন। মণ্ডপ ও প্রতিমার সঙ্গে দর্শককে মাতাবে মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী ডোগর বাজনার সুর। পরিশেষে বলা যেতেই পারে বালুরঘাট ত্রিধারা এবারের থিম হারিয়ে যাওয়া উপাদানকে নতুন আঙ্গিকে ফিরিয়ে আনার এক ব্যতিক্রমী উদ্যোগ।