দীর্ঘদিন ধরেই ক্লাবে উন্নতমানের একটি আধুনিক সিন্থেটিক কোর্ট বসানোর দাবি উঠছিল। ক্লাব কর্তৃপক্ষ সেই দাবি জানিয়ে সাংসদের সঙ্গে যোগাযোগ করেন। এরপরেই মিলেছে সবুজ সংকেত। এরপরেই তাঁর উদ্যোগে প্রায় আট লক্ষ টাকা ব্যয়ে বিশ্বমানের কোর্টটি বসানো হয় ইনডোরে।
আরও পড়ুন: আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জন্য দারুণ খবর, এবার এই প্রথম অলচিকি ভাষায় মাধ্যমিক স্কুল পেল এই জেলা
advertisement
ক্লাব কর্তৃপক্ষের তরফে জানা যায়, পূর্বে বৃষ্টি হলে এমনকি বেশ কিছু সমস্যার কারণে প্র্যাকটিস করা যেত না। প্রথম অবস্থায় আগে খোলা মাঠের মধ্যেই প্র্যাকটিস করা হত। পরে সংস্থার উদ্যোগে তৈরি করা হয়েছে ব্যাডমিন্টন প্র্যাকটিসের জন্য ইনডোর। যেখানে এখন রমরমিয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পুরুষ ও মহিলা ব্যাডমিন্টন দলের অনুশীলন চলছে। ক্রীড়াপ্রেমী মহল এবং ক্লাব সদস্যরা সাংসদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। এই কোর্ট ভবিষ্যতে প্রতিভা গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জানা যায়, পুরুষ কিম্বা মহিলা ব্যাডমিন্টন দল উচ্চ পর্যায়ের একাধিক প্রতিযোগিতায় অভাবনীয় ফল করে আসছে বেশ কয়েক বছর যাবৎ। অত্যাধুনিক মানের এই সিন্থেটিক কোর্ট বসানোর ফলে খেলার মান আরও উন্নত হবে। ফলে উপকৃত হবে জেলার ব্যাডমিন্টন খেলোয়াড়রা। এর ফলে ঝড় বৃষ্টি কিংবা রাত্রি হয়ে গেলেও সেখানে অনুশীলন চলবে। এমনকি বাইরে থেকে কোচ এলে এখানে কোচিং চলবে বলে জানা যায়। এই ধরনের সিন্থেটিক কোর্ট জেলার ব্যাডমিন্টন খেলার ক্ষেত্রে অনেকটাই এগিয়ে যাবে বলে আশাবাদী জেলাবাসী।
সুস্মিতা গোস্বামী