Ol Chiki Language School: আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জন্য দারুণ খবর, এবার এই প্রথম অলচিকি ভাষায় মাধ্যমিক স্কুল পেল এই জেলা

Last Updated:

Ol Chiki Language School: জেলার আদিবাসী মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, অলচিকি হরফে পড়াশোনা করার। সেই দাবিকে মান্যতা দিয়ে এই প্রথমবার সাঁওতালি মিডিয়ামের হাই স্কুল পেল এই জেলা।

+
জেলায়

জেলায় প্রথমবার সাঁওতালি মিডিয়ামের হাই স্কুল

দক্ষিণ দিনাজপুর: জেলার আদিবাসী মানুষের দীর্ঘদিনের দাবি ছিল, অলচিকি হরফে পড়াশোনা করার। সেই দাবিকে মান্যতা দিয়ে এই প্রথমবার সাঁওতালি মিডিয়ামের হাই স্কুল পেল দক্ষিণ দিনাজপুর জেলা। জেলার প্রথম বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের বাঁধমল্লক কিসমত জুনিয়র হাই স্কুলে নবম ও দশম শ্রেণী পর্যন্ত পাঠনের অনুমোদন মিলেছে। ফলে অষ্টম শ্রেণী পাশ করে পড়ুয়াদের আর যেতে হবে না জেলার বাইরে। এবারে নিজ জেলার নিজের এলাকাতেই সাঁওতালি মিডিয়ামেই মাধ্যমিক পরীক্ষা দিতে পারবে জেলার ছাত্রছাত্রীরা। আগামী শিক্ষাবর্ষ থেকেই ওই স্কুলে পঠন-পাঠন শুরু হবে।
স্কুল শিক্ষা দফতর সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুর জেলায় দুই মহকুমায় সাঁওতালি মিডিয়ামের পঠনপাঠনের জন্য মোট চারটি জুনিয়র হাই স্কুল ছিল। ওই স্কুলগুলিতে প্রায় ২০০ র কাছাকাছি ছাত্রছাত্রী রয়েছে। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনার পর আর সেই ছাত্রীরা জেলায় সাঁওতালি মাধ্যমে পড়াশোনা করতে পারেনা। ফলে তাঁরা নানা সমস্যায় পড়ে। এদিকে চারটি স্কুলের মধ্যে বালুরঘাট ব্লকের বাধমুল্লুক জুনিয়র হাইস্কুলে তুলনামূলক ছাত্র সংখ্যা বেশি। ওই স্কুলে বর্তমানে ৩৫ জন রয়েছে। ফলে ওই স্কুলেই প্রথম হাইস্কুল পর্যন্ত পঠনপাঠনের ব্যবস্থা করল রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ।
advertisement
advertisement
এবিষয়ে ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাঁসদা বলেন, “জেলায় চারটি সাঁওতালি মাধ্যম জুনিয়র হাইস্কুল রয়েছে। ওই স্কুলগুলিতে মাধ্যমিক পর্যন্ত পড়াশোনার জন্য মধ্যশিক্ষা পর্ষদে চিঠি দেওয়া হয়েছিল। ওই চারটি স্কুলের মধ্যে একটিতে নবম ও দশম শ্রেণি পর্যন্ত পড়াশোনার জন্য অনুমোদন মিলেছে। ফলে জেলায় প্রথম মাধ্যমিক স্তরে সাঁওতালি মাধ্যম স্কুল হচ্ছে। ওই স্কুলে মাধ্যমিক পর্যন্ত পঠন এবং পরীক্ষা দিতে পারবে ছাত্রছাত্রীরা।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
রাজ্য সরকার জেলায় আদিবাসীদের সাঁওতালি মাধ্যমে পড়াশোনার সুযোগ করে দিয়েছে। এদিন জেলার সমস্ত সাঁওতালি মিডিয়াম জুনিয়র হাই স্কুলের শিক্ষকদের ডেকে এই ঘোষণা করেন ডিপিএসসির চেয়ারম্যান সন্তোষ হাঁসদা। আগামীতে আরও ছাত্রছাত্রীরা যাতে সাঁওতালি মাধ্যম স্কুলে পড়তে আসে তার জন্য শিক্ষকদের নির্দেশ দিয়েছেন তিনি। এই খবরে খুশির হাওয়া জেলাজুড়ে।
advertisement
সুস্মিতা গোস্বামী 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Ol Chiki Language School: আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জন্য দারুণ খবর, এবার এই প্রথম অলচিকি ভাষায় মাধ্যমিক স্কুল পেল এই জেলা
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement