টিভির পর্দায় সুস্মিতা সেন ও ঐশ্বর্য রাইকে মডেলিংয়ে খেতাব অর্জন করা দেখে ছোট থেকেই মডেলিং নিয়ে আগ্রহ জন্মায় স্কুল পড়ুয়া আদৃতার। পরবর্তী সময়ে একাধিক ছোট বড় মডেলিংয়ে অংশগ্রহণ করে সফলতা এনেছিল আদৃতা। বালুরঘাট শহরের কলেজ মোড় এলাকার বাসিন্দা আদৃতা সাহা চৌধুরী বর্তমানে দ্বাদশ শ্রেণীতে পঠনরত। আন্তর্জাতিক মানের একটি ফ্যাশন শোতে অংশগ্রহণ করে গোয়া তে মিস গ্র্যান্ড ইন্টারন্যাশনাল ২০২৪ খেতাব অর্জনের পাশাপাশি উত্তর পূর্ব ভারতের ফ্যাশন শোতে অংশগ্রহণ করে এফ বিশ্রী সুন্দরী এফ এস এস সিজন ইলেভেন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে ব্যাপকভাবে তাক লাগিয়েছিল আদৃতা।
advertisement
আরও পড়ুন: স্যানিটেশন কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থায় রাজ্যের মধ্যে সেরা উলুবেড়িয়া মহকুমা
এ বিষয়ে স্কুল পড়ুয়া আদৃতা সাহা চৌধুরী জানান, ” ফ্যাশন শো এখন বেশ জনপ্রিয়। তবে এর পিছনে সঠিক শিক্ষালাভ ভীষণভাবে প্রয়োজন। ফলস্বরূপ তাঁর এই সিদ্ধান্ত। পড়াশুনোর পাশাপাশি নিজেকে তৈরি করা এমনকি নিয়মিত অন্যান্য পড়ুয়াদের প্রশিক্ষণ এ যেন আলাদা মাত্রা এনে দিয়েছে শহরজুড়ে।”
আরও পড়ুন: দু’মাস আগেই শুরু প্রস্তুতি! শ্রাবণী মেলায় পুণ্যার্থীর ভিড় সামাল দিতে একাধিক পদক্ষেপ
স্কুল পড়ুয়া আদৃতা মডেলিং জগতে একাধিক খেতাব অর্জনের পরবর্তী সময়েই সে সিদ্ধান্ত নেয়, মডেলিং জগতের যতটুকু শিক্ষা সে পেয়েছে তার সবটুকুই প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দিতে। যেমন ভাবনা, অমনি কাজ। এরপরেই আদৃতা শুরু করে ফেলে মডেলিং এর প্রশিক্ষণ। প্রথম দিনেই যেন ব্যাপক সাফল্য পায় সে। বর্তমানে প্রায় ৩০ জন স্কুল পড়ুয়া থেকে কলেজ পড়ুয়াদের নিয়ে তাঁর প্রশিক্ষণ। তবে, শুধুমাত্র নিজের জেলাই নয়, পার্শ্ববর্তী একাধিক জেলা থেকে ইতিমধ্যেই অনেক মেয়েরাই তাঁর কাছে প্রশিক্ষণ নিতে এসেছে । হাতের নাগালে সীমান্ত বেষ্টিত বালুরঘাট শহরের মত জায়গায় নামমাত্র খরচে মডেলিং এর কোর্স করতে পারা যাচ্ছে জানাজানি হতেই প্রচুর কিশোরীরা ভিড় জমাচ্ছে কলেজ মোড় এলাকায়। স্কুল পড়ুয়া অদ্রিতার প্রতিভা যেন সত্যিই অবাক করেছে বালুরঘাটবাসীকে।




