Howrah News: স্যানিটেশন কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থায় রাজ্যের মধ্যে সেরা উলুবেড়িয়া মহকুমা

Last Updated:

এলাকাকে নির্মল রাখতে রাজ্যের প্রতিটি মহকুমায় তৈরি করা হয়েছে স্যানিটেশন,কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা প্রকল্প, এই প্রকল্পে রাজ্যের সেরা উলুবেড়িয়া মহকুমা

স্যানিটেশন, কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থায় রাজ্যে প্রথম উলুবেড়িয়া মহকুমা
স্যানিটেশন, কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থায় রাজ্যে প্রথম উলুবেড়িয়া মহকুমা
রাকেশ মাইতি, হাওড়া: রাজ্যের প্রতিটি মহকুমায় তৈরি করা হয়েছে কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা প্রকল্প| এই কাজে অনবদ্য সাফল্য পাওয়ায় উলুবেড়িয়া মহকুমাকে পুরষ্কৃত করল রাজ্য সরকার| রাজ্য জুড়ে ৫০০টি নতুন কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র চালুর পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার| পঞ্চায়েত দফতর সূত্রে জানা গিয়েছে, এই কেন্দ্রগুলি ইতিমধ্যেই বিভিন্ন জেলায় নির্মিত হয়েছে| রাজ্যের প্রতিটি পুরসভায় একটি করে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র গড়ে তোলার পরিকল্পনায় কাজ করছে পুর ও নগরোন্নয়ন দফতর|
‘ক্লাস্টার’ এবং একক ভিত্তিতে রাজ্যজুড়ে আরও ৬৮টি নতুন কেন্দ্র গড়ে তোলার প্রক্রিয়া চলছে| বর্তমানে প্রতিদিন রাজ্যে প্রায় ৯,০০০ মেট্রিক টন কঠিন বর্জ্য তৈরি হয়| সরকারি আধিকারিকদের দাবি, এই উদ্যোগ বাস্তবায়িত হলে আগামী এক বছরের মধ্যেই প্রতিদিনের সমস্ত বর্জ্য তাৎক্ষণিকভাবে ব্যবস্থাপনার আওতায় আনা সম্ভব হবে |প্রশাসন সূত্রে খবর, স্যানিটেশন এবং কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা প্রকল্পে রাজ্যের ৬৯টি মহকুমার মধ্যে সেরা হয়েছে উলুবেড়িয়া|
advertisement
advertisement
উলুবেড়িয়া মহকুমা সূত্রে খবর, এই মহকুমায় কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা, গ্রে-ওয়াটার ম্যানেজমেন্ট এবং শৌচালয় বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প এই তিনটি বিভাগে কাজ চলছে |ম্যানেজমেন্ট বিশেষ করে মল থেকে সার রূপান্তরিত করা এর প্রক্রিয়া| ওয়েস্ট ম্যানেজমেন্ট ৫৫ টি প্ল্যান্ট চালু রয়েছে এই মুহূর্তে|তার মধ্যে রাজ্যে প্রথম উলুবেড়িয়া মহকুমা| উলুবেড়িয়ার মহকুমাশাসক মানস কুমার মণ্ডল বলেন, এটি একটি সামগ্রিক প্রচেষ্টা| মহকুমার সমস্ত ব্লক আধিকারিক,পঞ্চায়েত কর্মী থেকে এই ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাই| জেলাশাসক ও অন্যান্য পদাধিকারীরাও সহযোগিতা করেছেন|
advertisement
আমতা ২ নম্বর ব্লকে রাজ্যের মধ্যে প্রথম শৌচালয় বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প তৈরি হয়েছে| শ্যামপুর ১ নম্বর ব্লকেও এই প্রকল্পের কাজ শুরু হয়েছে| এছাড়াও বিভিন্ন ব্লকে প্লাস্টিক ম্যানেজমেন্ট প্রকল্পের কাজ চলছে| সব মিলিয়ে গোটা মহকুমায় কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থাপনা প্রকল্পের কাজ জোরকদমে চলছে| বর্তমানে রাজ্যে প্রায় ২,৫০০টি কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র তৈরি হয়েছে, যার মধ্যে প্রায় ২,০০০টি ইতিমধ্যেই কাজ শুরু করে দিয়েছে| বাকিগুলিও দ্রুত চালুর প্রক্রিয়ায় রয়েছে| এই কেন্দ্রগুলির কার্যকারিতা নিশ্চিত করতে যাঁরা সেগুলি পরিচালনা করবেন, তাঁদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থাও করা হচ্ছে|
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Howrah News: স্যানিটেশন কঠিন বর্জ্য নিষ্কাশন ব্যবস্থায় রাজ্যের মধ্যে সেরা উলুবেড়িয়া মহকুমা
Next Article
advertisement
Parineeti Chopra's Baby Name: ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের, ছেলের কী নাম রাখলেন দেখে নিন
  • ফুটফুটে সন্তানকে আগলে প্রথম ছবি পরিণীতি-রাঘবের

  • ছেলের কী নাম রাখলেন দেখে নিন

  • নামের অর্থ জানুন

VIEW MORE
advertisement
advertisement