দক্ষিণ দিনাজপুরের জেলা সদর বালুরঘাটের বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি, শহরে একটি পর্যাপ্ত পার্কিং জোন গড়ে তোলা হোক। তাঁদের সেই দাবি অবশেষে পূরণ হতে চলেছে। এতদিন পার্কিং জোন না থাকায় দোকান-বাজার করতে বেরিয়ে বালুরঘাটের মানুষ রাস্তার উপরেই গাড়ি রেখে দিত। ফলে শহরে যানজট লেগেই থাকত। কিন্তু বালুরঘাট পুরসভার পদক্ষেপে খুব শীঘ্রই এই ছবিটা বদলে যেতে চলেছে।
advertisement
আরও পড়ুন: লাঠি ছেড়ে রাস্তায় নামল পুলিশ! কারণ জানলে আপনিও গর্বিত হবেন
কত বছর পুর ভোটের পর নতুন বোর্ড বালুরঘাট পুরসভার দায়িত্ব নেওয়ার পর শহরে পার্কিং জোন গড়ে তোলার কাজে হাত দিয়েছে। ইতিমধ্যেই টেন্ডার দেখে সেই কাজ শুরু হয়ে গিয়েছে। পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, খুব শীঘ্রই শহরবাসীর জন্য খুলে দেওয়া হবে এই পার্কিং জোন। পুরসভার এই ঘোষণায় খুশি বালুরঘাটের মানুষ।
advertisement
সুস্মিতা গোস্বামী
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 22, 2023 3:39 PM IST