TRENDING:

South Dinajpur News: ৮০ টাকায় নাইট স্টে, জলের দরে খাবার...! এবার বালুরঘাটে দুর্দান্ত পরিষেবা, কাঁড়ি কাঁড়ি টাকা খসবে না রোগীর পরিজনদের

Last Updated:

South Dinajpur News: অত্যাধুনিক মানের পরিকাঠামোযুক্ত রাত্রিনিবাসে অতি স্বল্প মূল্যে রাত্রিকালীন থাকা ও ক্যান্টিন পরিষেবার সুযোগ মিলল রোগীর পরিজনদের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে বালুরঘাট পুরসভার উদ্যোগে রোগীর পরিজনদের জন্য চালু হল রাত্রিনিবাস। সঙ্গে বাড়তি পাওনা ক্যান্টিন পরিষেবা। উদ্বোধন হলেও তারপর দীর্ঘ বছর পেরিয়ে নবনির্বিত রাত্রিনিবাসে রোগীর পরিজনদের ঠাঁই মেলেনি কোনও এক অজানা কারণে। অবশেষে অত্যাধুনিক মানের পরিকাঠামোযুক্ত রাত্রিনিবাসে অতি স্বল্প মূল্যে রাত্রিকালীন থাকা ও খাওয়ার সুযোগ মিলল রোগীর পরিজনদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতাল কর্তৃপক্ষ, পুরসভা প্রতিনিধি এবং এলাকার বিশিষ্টজনেরা। এই ক্যান্টিন এখন থেকে দিনের পাশাপাশি রাতেও খোলা থাকবে এবং ২৪ ঘন্টা রোগী, তাদের পরিজন ও হাসপাতালের কর্মীদের জন্য খাবার সরবরাহ করবে।
advertisement

এবিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র জানান, “রোগী ও তাদের পরিজনরা রাত্রিবেলা থাকা ও খাবারের অভাবে চরম সমস্যার মুখোমুখি হন। তাই মাথা গোজার ঠাঁই হিসেবে এই রাত্রি নিবাসে ৮০ টাকায় থাকা ও স্বল্প মূল্যে উন্নতমানের নতুন ক্যান্টিন পরিষেবা তাঁদের সেই সমস্যা অনেকটাই দূর করবে। সুলভ মূল্যে খাবার পাওয়ার ব্যবস্থা রাত্রিকালীন পরিষেবার বড় দিক। পুরসভার অঙ্গীকার, বালুরঘাটবাসীর জন্য উন্নততর স্বাস্থ্য পরিকাঠামো এবং পরিপূরক পরিষেবা নিশ্চিত করা।”

advertisement

আরও পড়ুন: আর চলবে না কোনও বেয়াদপি…! এবার জোরদার নিরাপত্তায় বালুরঘাটে এইসব জায়গাতেও বসছে সিসি ক্যামেরা, সংখ্যাটা ৭৫

তিন দিক সীমান্ত বেষ্টিত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট জেলা হাসপাতালের উপর সিংহভাগ মানুষ নির্ভরশীল। এর ফলে প্রতিদিন প্রচুর রোগীর আনাগোনা হয়ে থাকে এই জেলা হাসপাতালে। হরিরামপুর, কুশমন্ডি, বংশীহারী, তপন, কুমারগঞ্জ সহ একাধিক এলাকার মানুষ জেলা হাসপাতালে পরিষেবা নিতে আসলে রোগীর হাসপাতালে জায়গা হলেও পরিজনদের একপ্রকার বাধ্য হয়ে খোলা আকাশের নিচে রাত কাটতে বাধ্য হতেন।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

আশেপাশে যে ধরনের হোটেল রয়েছে তাতে রাত্রি যাপন করা সাধারণ মানুষদের পক্ষে যথেষ্ট ব্যয়বহুল হয়ে পড়ে। সেইসব কথা মাথায় রেখে সম্পূর্ণ আধুনিক পরিকাঠামোযুক্ত এই রাত্রি নিবাসে স্বল্প মূল্যে রাত্রিকালীন থাকা ও ক্যান্টিন পরিষেবার এই উদ্যোগকে ঘিরে রোগী ও পরিজনদের মধ্যে স্বস্তি ও সন্তোষের আবহ দেখা গেছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: ৮০ টাকায় নাইট স্টে, জলের দরে খাবার...! এবার বালুরঘাটে দুর্দান্ত পরিষেবা, কাঁড়ি কাঁড়ি টাকা খসবে না রোগীর পরিজনদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল