South Dinajpur News: আর চলবে না কোনও বেয়াদপি...! এবার জোরদার নিরাপত্তায় বালুরঘাটে এইসব জায়গাতেও বসছে সিসি ক্যামেরা, সংখ্যাটা ৭৫

Last Updated:

South Dinajpur News: শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে উদ্যোগ নিল বালুরঘাট পুরসভা। বিভিন্ন স্পর্শকাতর এলাকায় ৭৫ টি সিসি ক্যামেরা প্রতিস্থাপনের ব্যবস্থা করেছে পুর কর্তৃপক্ষ।

+
সিসি

সিসি ক্যামেরা 

দক্ষিণ দিনাজপুর: বিভিন্ন সময়ে ইভটিজিং থেকে শুরু করে কখনও মহিলাদের সঙ্গে অভব্য আচরণ, আবার কখনও কোনও দুর্ঘটনার সত্যতা যাচাই করতে হিমশিম খেতে হয় প্রশাসনকে। এনিয়ে একাধিক অভিযোগও জমা পড়ে বালুরঘাট থানায়। এবার ঘটনাস্থলে তৎক্ষণাৎ পৌঁছতে ও শহরজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে উদ্যোগ নিল বালুরঘাট পুরসভা। ইতিমধ্যেই শহরের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় ৭৫ টি সিসি ক্যামেরা প্রতিস্থাপনের ব্যবস্থা করেছে পুর কর্তৃপক্ষ। ক্যামেরাগুলি লাগানো হয়ে গেলেই বালুরঘাট থানায় হস্তান্তর করা হবে বলে সূত্রের খবর।
এবিষয়ে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, “থানা চত্বরে আলাদা করে কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। যেখানে সিসি ক্যামেরার মাধ্যমে নজরদারি চলে। কোথাও কিছু অস্বাভাবিক নজরে পড়লে কুইক রিঅ্যাকশন টিম সেখানে পৌঁছে যাবে। মহিলা থানার অধীনে পিংক প্যাট্রোল ও উইনারস টিম শহরজুড়ে অভিযান চালান। আরও সিসি ক্যামেরা বসলে নিরাপত্তা আঁটোসাঁটো হবে।”
advertisement
advertisement
এবিষয়ে বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানান, “শহরের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ প্রশাসনের তরফে এই কাজের জন্য আহ্বান জানানো হয়েছিল। এর আগে ১৪৫ টি সিসি ক্যামেরা শহরজুড়ে লাগানো হয়েছিল। এবার নতুন করে নিরাপত্তা জোরদার করতে ৭৫ টি সিসি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত হয়েছে। আগামী তিন মাসের মধ্যে কাজ শেষ হয়ে হবে। তারপরেই তা পুলিশকে হস্তান্তর করা হবে।”
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও এর আগে শহরের বিভিন্ন জায়গায় ১৪৫ টি সিসি ক্যামেরা বসিয়েছিল পুরসভা। কিন্তু এখনও ট্রাক টার্মিনাল, বাস স্ট্যান্ড, বিভিন্ন উদ্যান সহ একাধিক এলাকা নজরদারির আওতায় আসেনি। এমনকি বিভিন্ন উদ্যানে বিভিন্ন সময়ে অশালীন কাজের অভিযোগ ওঠে। সেটিও পুলিশের নজর এড়িয়ে যায়। বেশ কয়েকমাস আগেই বালুরঘাট নার্সিং কলেজের এক পড়ুয়ার ক্রমাগত পিছু নেওয়ার অভিযোগ উঠেছিল এক ব্যক্তির বিরুদ্ধে। তবে ঘটনার সত্যতা যাচাই করতে বেশ হিমশিম খেতে হয়েছিল প্রশাসনকে। তাই এবার শহরের বিভিন্ন পার্ক, মঙ্গলপুর ট্রাক টার্মিনাস সহ বিভিন্ন জায়গায় এই সিসি ক্যামেরা বসানো হবে।
advertisement
ইতিমধ্যেই বালুরঘাট থানা চত্বরেই কন্ট্রোল রুম তৈরি করা হয়েছে। যেখানে সিসিটিভি বসিয়ে শহরের বিভিন্ন প্রান্তে নজরদারি চালাচ্ছে পুলিশ। আরও ৭৫ টি ক্যামেরা লাগালে নিরাপত্তা জোরদার করা যাবে বলে মত পুলিশের। এই কন্ট্রোল রুমেই ২৪ ঘন্টার জন্য মোতায়েন করা রয়েছে কর্মী। কোথাও কোনও দুর্ঘটনা বা অপ্রীতিকর অবস্থা নজরে পড়লেই সক্রিয় ভূমিকা নেবে কুইক রিঅ্যাকশন টিম বলে দাবি বালুরঘাট থানার। নাগরিকদের নিরাপত্তার খাতিরে এমন উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন শহরবাসী।
advertisement
সুস্মিতা গোস্বামী
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: আর চলবে না কোনও বেয়াদপি...! এবার জোরদার নিরাপত্তায় বালুরঘাটে এইসব জায়গাতেও বসছে সিসি ক্যামেরা, সংখ্যাটা ৭৫
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement