অভিভাবকদের একাংশের দাবি, “একবিংশ শতকে দাঁড়িয়ে মেয়েদের জন্য শৌচালয়ের অভাবে ভর্তি বন্ধ এটা সত্যিই লজ্জাজনক।” এবিষয়ে স্কুল কর্তৃপক্ষ জানিয়েছে, “নিরাপদ ও সুস্থ পরিকাঠামো ছাড়া ছাত্রী ভর্তি করা সম্ভব নয়। বহুবার অনুরোধ জানিয়েও কোন সাড়া মেলেনি।”
আরও পড়ুন: মানুষ নয়, এবার নদী ভাঙনে ভীতসন্ত্রস্ত ‘ওরাও’! দেখেও হেলদোল নেই প্রশাসনের
advertisement
সূত্রের খবর, বিদ্যালয়ে ছাত্রদের জন্য শৌচালয়ের ব্যবস্থা থাকলেও ছাত্রীদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা দীর্ঘদিন যাবৎ নেই। শৌচালয় তৈরী করে দেওয়ার জন্য দক্ষিণ দিনাজপুরের প্রশাসনের নিকট একাধিকবার আবেদন করা হলেও কোন সাড়া পাওয়া যায়নি বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে সমস্যা চললেও তা অবহেলিতই থেকে গিয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
তবে, শুধু ছাত্রীদেরই নয় একই সমস্যা স্কুলের শিক্ষিকাদের ক্ষেত্রেও। তাদের ব্যবহারের জন্যও নেই আলাদা স্বাস্থ্যসম্মত শৌচালয়। ফলে মেয়েদের জন্য সুরক্ষিত ও স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে না পারায় নতুন ছাত্রী ভর্তির ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে পরিকাঠামোগত এই সমস্যা। যথাযথ উদ্যোগ না নিলে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়তে পারে। তাই একপ্রকার বাধ্য হয়েই নতুন করে কোন ছাত্রী ভর্তি নেওয়া বন্ধ রেখেছে স্কুল কর্তৃপক্ষ।
সুস্মিতা গোস্বামী