সূত্রের খবর, বিশাল কারমা এবং আরও দুই যুবক বিকেলের দিকে মাছ ধরতে নেমেছিলেন নদীতে। কিছুটা দূরে গিয়ে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ায় বিপাকে পড়েন তাঁরা। বাকি দুইজন কোনওমতে তীরে ফিরতে পারলেও বিশাল নদীর মাঝখানে আটকে পড়েন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পরেও তীরে ফিরতে না পেরে তিনি অসহায় হয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বাগডোগরা থানার পুলিশ ও বনদফতরের কর্মীরা। পরে দমকল বাহিনী, সেনা কর্মী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা যোগ দেন। তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজে বাধা এলেও, সন্ধ্যা সাতটা নাগাদ বোটের সাহায্যে সফলভাবে তীরে আনা হয় বিশালকে।
advertisement
উল্লেখযোগ্যভাবে, কিছুদিন আগেই একই স্থানে পর্যটকরা নদীর ওপারে আটকে পড়েছিলেন এবং স্থানীয়রা ঝুঁকি নিয়ে রশি বেঁধে তাদের উদ্ধার করেছিলেন। বনদফতরের পক্ষ থেকে বারবার সতর্কবার্তা দেওয়া হলেও, নদীতে নামার নিষেধাজ্ঞা অমান্য করে বহু মানুষ এখনও নামছেন। স্থানীয় বনকর্মীর কথায়, “এই সময় বালাসনের স্রোত অত্যন্ত প্রবল থাকে। একবার মাঝ নদীতে চলে গেলে ফেরত আসা কঠিন। পর্যটক ও স্থানীয়দের অনুরোধ করবো নিরাপত্তা বিধি মেনে চলুন।”