TRENDING:

Siliguri News: মাঝনদীতে আটকে যুবক, দুই ঘণ্টার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান... হাড়হিম করা সেই ছবি

Last Updated:

বালাসন নদীতে আটকে পড়া বিশাল কার্মাকে রাজ্য বিপর্যয় মোকাবিলা দল, দমকল, পুলিশ ও বনদফতরের যৌথ বাহিনী উদ্ধার করে. নদীতে মাছ ধরতে গিয়ে জলস্তর বেড়ে যাওয়ায় বিপাকে পড়েন তিনি.

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি, ঋত্বিক ভট্টাচার্য: বুধবার বিকেলে বালাসন নদীর মাঝ বরাবর আটকে পড়ে বরাতজোরে রঘু জোতের বাসিন্দা বিশাল কার্মা। ঘণ্টা দুয়েক চলা দমবন্ধকরা অভিযানে তাঁকে জীবিত উদ্ধার করে রাজ্য বিপর্যয় মোকাবিলা দল, দমকল, পুলিশ ও বনদফতরের যৌথ বাহিনী। ঘটনাটি ঘটেছে আপার বাগডোগরার এমএম তরাই-এ ইকো ট্যুরিজম স্পটে।
advertisement

সূত্রের খবর, বিশাল কারমা এবং আরও দুই যুবক বিকেলের দিকে মাছ ধরতে নেমেছিলেন নদীতে। কিছুটা দূরে গিয়ে হঠাৎ জলস্তর বেড়ে যাওয়ায় বিপাকে পড়েন তাঁরা। বাকি দুইজন কোনওমতে তীরে ফিরতে পারলেও বিশাল নদীর মাঝখানে আটকে পড়েন। প্রায় এক ঘণ্টা চেষ্টার পরেও তীরে ফিরতে না পেরে তিনি অসহায় হয়ে পড়েন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় বাগডোগরা থানার পুলিশ ও বনদফতরের কর্মীরা। পরে দমকল বাহিনী, সেনা কর্মী এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা দলের সদস্যরা যোগ দেন। তীব্র স্রোতের কারণে উদ্ধার কাজে বাধা এলেও, সন্ধ্যা সাতটা নাগাদ বোটের সাহায্যে সফলভাবে তীরে আনা হয় বিশালকে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
বাংলার বুকে রাজস্থানি মন্দির! কালীপুজোয় বড় চমক নিয়ে হাজির হৈ চৈ সংঘ
আরও দেখুন

উল্লেখযোগ্যভাবে, কিছুদিন আগেই একই স্থানে পর্যটকরা নদীর ওপারে আটকে পড়েছিলেন এবং স্থানীয়রা ঝুঁকি নিয়ে রশি বেঁধে তাদের উদ্ধার করেছিলেন। বনদফতরের পক্ষ থেকে বারবার সতর্কবার্তা দেওয়া হলেও, নদীতে নামার নিষেধাজ্ঞা অমান্য করে বহু মানুষ এখনও নামছেন। স্থানীয় বনকর্মীর কথায়, “এই সময় বালাসনের স্রোত অত্যন্ত প্রবল থাকে। একবার মাঝ নদীতে চলে গেলে ফেরত আসা কঠিন। পর্যটক ও স্থানীয়দের অনুরোধ করবো নিরাপত্তা বিধি মেনে চলুন।”

advertisement

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Siliguri News: মাঝনদীতে আটকে যুবক, দুই ঘণ্টার রুদ্ধশ্বাস উদ্ধার অভিযান... হাড়হিম করা সেই ছবি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল