তবে, শুধুমাত্র ভাটপাড়া নয়, এই সুবিশাল বজরঙ্গবলী পুজোকে কেন্দ্র করে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু দর্শনার্থী ইতিমধ্যে ভিড় জমাতে শুরু করেছে মেলা প্রাঙ্গণে। দূরদূরান্ত থেকে বহু ভক্তের সমাগম হয় এই পুজো ও মেলায়। রাম মন্দির উদ্বোধনের এক বছর পূর্তি উপলক্ষে সেই পুজো যেন বাড়তি মাত্রা পেয়েছে। ওই মন্দির চত্বরে এবার বসেছে বিশাল মেলা।
advertisement
আরও পড়ুন: কুল তো খাচ্ছেন ? কিন্তু এই বিষয়গুলো কী জানেন?
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
পুজো উদ্যোক্তা গোকুল কুমার বর্মন জানান, ‘প্রতিবছরের ন্যায় এইবছরও বজরঙ্গবলীর পুজোয় প্রচুর মানুষের সমাগম হয়েছে।’ দক্ষিণ দিনাজপুর জেলায় এত বড় উচ্চতার বজরঙ্গবলী পুজো হয় না বলেই উদ্যোক্তাদের দাবি। তবে গতবছর এই মূর্তি ছিল ৪১ হাত। কিন্তু অতটা ভাল লাগার কারণে এবার কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। এখানে পুজোয় রাতে অনুষ্ঠিত হয় হোম যজ্ঞ।
সুস্মিতা গোস্বামী





