ঘন কুয়াশা আর কনকনে ঠাণ্ডায় পাহাড় থেকে সমতল…সর্বত্রই এখন পর্যটকের ঢল। ডুয়ার্সের বিভিন্ন পর্যটনকেন্দ্রে সকাল ও বিকেল মিলিয়ে উপচে পড়ছে মানুষের ভিড়। তারই মধ্যে এই খুশির খবরে আরও উজ্জ্বল হয়ে উঠল গরুমারা জঙ্গল সংলগ্ন রামসাই পর্যটনকেন্দ্র।
advertisement
রামসাই ওয়াচ টাওয়ার সংলগ্ন এলাকায় সম্প্রতি ঘন কুয়াশার মধ্যেই মা গণ্ডারের সঙ্গে তাঁর সদ্যোজাত শাবকের দেখা মিলেছে। বন দফতর সূত্রে জানা গিয়েছে, রামসাগরের পাশে লবণ সংরক্ষণের জন্য রাখা জায়গায় খাবারের সন্ধানে আসে মা গণ্ডার। তাঁর সঙ্গেই ছোট্ট পায়ে হেঁটে আসতে দেখা যায় ফুটফুটে শাবককে। সেই বিরল ও মনকাড়া মুহূর্ত ক্যামেরাবন্দি করছেন বহু পর্যটক। কেউ পেশাদার ক্যামেরায়, কেউ আবার মোবাইল ফোনে তুলেছেন সেই ছবি। ওয়াচ টাওয়ার থেকে নিরাপদ দূরত্ব বজায় রেখে এই দৃশ্য উপভোগ করছেন তাঁরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বন দফতর ও স্থানীয় গাইডদের প্রাথমিক অনুমান, এই গণ্ডার শাবকটির বয়স মাত্র ৫-৭ দিন মতো। সদ্যোজাত অতিথির উপস্থিতিতে খুশি বনকর্মীরাও। উল্লেখযোগ্যভাবে, গত বছর হওয়া বন্যায় রামসাই সহ একাধিক বনাঞ্চলে বন্যপ্রাণের ক্ষয়ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছিল। সেই প্রেক্ষাপটে নতুন গণ্ডার শাবকের দেখা মেলা বন দফতরের কাছে স্বস্তির বার্তা বলেই মনে করা হচ্ছে। বর্তমানে রামসাই পর্যটকদের অন্যতম প্রিয় গন্তব্যে পরিণত হয়েছে। বিশেষ করে শীতের মরশুমে পর্যটকের সংখ্যা ক্রমেই বাড়ছে। প্রকৃতির সৌন্দর্যের সঙ্গে বন্যপ্রাণের এমন উপস্থিতি ডুয়ার্স পর্যটনকে আরও আকর্ষণীয় করে তুলছে, এমনটাই মত স্থানীয়দের।





