অযোধ্যায় রাম মন্দিরের উদ্দেশ্যে মালদহ থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেছে দুই বন্ধু সুমন রায় ও দীপক রায়। তাঁদের বাড়ি মোথাবাড়ি এলাকায়। যাত্রা শুরুর আগে মালদহ শহরে রাম মন্দিরে পুজো দেন দু’জনে। তাঁদের উৎসাহ প্রদানে উপস্থিত ছিলেন বহু সাধারণ মানুষ। তাঁদের জানানো হয় সংবর্ধনা।
আরও পড়ুন: তীব্র গরমে রাস্তাতেই মৃত্যু বৃদ্ধার, অটোয় করে যাচ্ছিলেন
advertisement
সকলের আশীর্বাদ নিয়ে রাম মন্দিরে পুজো দিয়ে হাঁটা পথে যাত্রা শুরু করেন সুমন ও দীপক। শহরের বাসিন্দা সুমন কর্মকার বলেন, দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে রাম মন্দির প্রতিষ্ঠার মধ্য দিয়ে।
প্রায় এক থেকে দেড় মাস সময় লাগবে পায়ে হেঁটে অযোধ্যা পৌঁছতে। মালদহ থেকে বিহার, তারপর উত্তরপ্রদেশের উদ্দেশ্যে রওনা দেবেন। পথেই আসন্ন রামনবমী উদযাপন করবেন এই দুই বন্ধু। রাম মন্দির দর্শন সেরে তাঁরা আবার নিজের বাড়িতেই ফিরে আসবেন।
হরষিত সিংহ