কিন্তু কোথায় কী! পথেঘাটে এখনও নজরে আসে অসতর্কিত ভাবে যান চলাচল করার ছবি। আপনিও কি বিনা হেলমেটের এবং সঠিক কাগজ ছাড়া গাড়ি নিয়ে চলাচলা করছেন? তাহলে পকেট থেকে গচ্চা যেতে পারে হাজার হাজার টাকা। তাও আবার সামনাসামনি ফাইন দেওয়া নয়। বাড়িতে পৌঁছনো মাত্রই জানতে পারবেন কত টাকা গচ্চা দিতে হবে আপনাকে আর কেনই বা দিতে হবে।
advertisement
এতদিন গাড়ির সঠিক কাগজপত্র না দেখাতে পারলে কিংবা বিনা হেলমেটে বাইক চালালে রাস্তার ধারে পুলিশ দাঁড় করিয়ে চেক করার পর ফাইন গুনতেন। কিন্তু এখন এক ছবিতেই আপনাকে অসতর্কতার মূল্য চোকাতে হবে। এই ধরুন,আপনি বিনা হেলমেটে কিংবা বাইকে অধিক সওয়ারি নিয়ে সওয়ার করলেন। ভাবলেন, এই বেঁচে গেলাম পুলিশের চোখ এড়িয়ে। কিন্তু বাড়িতে পৌঁছনো মাত্রই দেখলেন আপনার মোবাইলে এসেছে মেসেজ। আপনাকে চোকাতে হবে জরিমানা তাও আবার হাজার হাজার টাকা।
আরও পড়ুন : জেলা সফরে আসছেন মুখ্যমন্ত্রী, জোর তৎপরতা শুরু পূর্ব বর্ধমানে
তাই বারবার সাধারণ মানুষকে সাবধান হতে বলা হচ্ছে প্রশাসনের তরফে। সাবধান হোন, সতর্ক হোন তা না হলে আপনাকেও গুনতে হতে পারে জরিমানা। এক ছবিতেই খোয়া যাবে এতগুলো টাকা। জলপাইগুড়িতে এদিন ফের মানুষকে সাবধান করার অভিযান সংগঠিত হয় ট্রাফিক আইসি সৈকত ভদ্রের নেতৃত্বে। সাধারণ মানুষের পাশাপাশি, আইনজীবী এবং যে সকল পুলিশকর্মী বিনা হেলমেটে গাড়ি চালাচ্ছিলেন তাদেরকেও ফাইন করা হয়। এছাড়াও যে সকল মোটর গাড়ি চালক নিম্নমানের আইএসআই মার্ক (ISI) ছাড়া হেলমেট পড়ে যান চালাচ্ছিলেন তাদের হেলমেটও ভেঙে ফেলা হয় এবং তাদের ট্রাফিক নিয়ম মেনে আইএসআই মার্কা হেলমেট পরার নিদান দেওয়া হয়।