TRENDING:

South Dinajpur News: ঝাড়ুদারদের দিন শেষ! রাস্তা পরিষ্কারের ঝামেলার দিনও শেষ! এই গাড়ি রাস্তায় ছুটলেই সব হয়ে যাবে ঝাঁ চকচকে

Last Updated:

শহর পরিষ্কার করবে এবার যন্ত্র গাড়ি! বড় ব্যবস্থা এই পুরসভার

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: শহরবাসীকে উন্নত পরিষেবা দেওয়ার লক্ষ্যে পুরসভার উদ্যোগে প্রায় ৯০ লক্ষ টাকা ব্যয়ে জেলায় প্রথম আধুনিকমানের স্বয়ংক্রিয় রোড সুইপিং, ক্লিনিং ও ওয়াটার স্প্রেইং মোবাইল ভেহিকেল পরিষেবা শুরু করল বালুরঘাট পুরসভা। ২০২২ সালের পুরভোটে গঠিত পুরবোর্ডের তিন বছর পূর্তি অনুষ্ঠানে এই স্বয়ংক্রিয় মেশিনের উদ্বোধন করা হল বালুরঘাটে। রাস্তা পরিষ্কার, রাস্তায় জল দেওয়া সহ একাধিক পরিষেবা এই একটা গাড়ির মাধ্যমে পাওয়া যাবে। অর্থাৎ খুব সহজেই রাস্তা চোখের নিমেষেই পরিষ্কার হয়ে যাবে।
advertisement

এবিষয়ে বালুরঘাট পুরসভার পৌরাধ্যক্ষ অশোক মিত্র জানান, “আধুনিক নাগরিক পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা চালিয়ে যাওয়া হয় প্রতিনিয়ই। ক্লিন বালুরঘাট, গ্রিন বালুরঘাট লক্ষ্য নিয়ে কাজ চলছে। অত্যাধুনিক মানের এই গাড়ির মাধ্যমে রাস্তা ঝাড়া, মোছা ও পরিষ্কার সমস্তটাই স্বয়ংক্রিয়ভাবে হবে। শহরের মূল রাস্তাগুলি পরিষ্কার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই গাড়িটি।”

আরও পড়ুন: ১৩ কোটি টাকায় দক্ষিণ দিনাজপুর পেল রিটেল মার্কেট কমপ্লেক্স! দেখে নিন মিলবে কি কি সুবিধা

advertisement

বালুরঘাট পুরসভার দাবি, শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে এই মোবাইল ভেহিকেল একটি কম্বাইন্ড প্রোজেক্ট। আধুনিক প্রযুক্তির এই গাড়ির সামনেই রয়েছে রোটেটিং ঝাড়ু। শহরের রাস্তা দিয়ে যেতে সমস্ত ধুলো, বালি সহ সামান্য আবর্জনা যার মাধ্যমে ঝেড়ে ফেলা হবে। গাড়ির মাঝ বরাবর রয়েছে জল ছড়িয়ে দেওয়ার যন্ত্র। তার সঙ্গেই সংযুক্ত আছে মুভেবল সিনথেটিক কাপড়ের যন্ত্র। যা দিয়ে জলের সাহায্যে রাস্তা মুছে পরিষ্কার করে দেওয়া হচ্ছে। তবে এখানেই শেষ নয়। গাড়ির শেষ প্রান্তে লাগানো রয়েছে ভ্যাকিউম সাকশন পাইপ। কোথাও মাত্রাতিরিক্ত আবর্জনা নজরে পড়লে পুরসভার কর্মী সেই বড় মাপের পাইপ ব্যবহার করে রাস্তা থেকে আবর্জনা টেনে গাড়ির ভেতর ভরে নেবেন। আবর্জনার সঙ্গে সরাসরি কোনও সংস্পর্শই ঘটবে না কর্মীদের।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

শহরের রাস্তার আবর্জনা পরিষ্কারের জন্য বালুরঘাট পুরসভার এই কাজে প্রচুর সাফাই কর্মী থাকলেও অনেক সময় শহরের বিভিন্ন রাস্তা ঝাড় দেওয়ার পরেও পরিচ্ছন্নতা মেলে না বলে অভিযোগ ওঠে। এবার তারই মুশকিল আসান করল পুর কর্তৃপক্ষ। প্রায় ৯০ লক্ষ টাকার অর্থ বরাদ্দে এই স্বয়ংক্রিয় গাড়ি নিয়ে আসা হয়েছে। যে গাড়িতে একইসঙ্গে সাফাইয়ের তিনটি কাজ করা হবে বলে দাবি পুর কর্তৃপক্ষের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সুস্মিতা গোস্বামী

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: ঝাড়ুদারদের দিন শেষ! রাস্তা পরিষ্কারের ঝামেলার দিনও শেষ! এই গাড়ি রাস্তায় ছুটলেই সব হয়ে যাবে ঝাঁ চকচকে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল