South Dinajpur News: ১৩ কোটি টাকায় দক্ষিণ দিনাজপুর পেল রিটেল মার্কেট কমপ্লেক্স! দেখে নিন মিলবে কি কি সুবিধা

Last Updated:

কৃষিজ বিপণন বিভাগের উদ্যোগে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হল রিটেল মার্কেট কমপ্লেক্স

+
রিটেল

রিটেল মার্কেট কমপ্লেক্স

দক্ষিণ দিনাজপুর: স্থানীয় ব্যবসায়ীদের কথা মাথায় রেখে রাজ্য কৃষিজ বিপণন বিভাগের উদ্যোগে প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে তৈরি হল রিটেল মার্কেট কমপ্লেক্স। দক্ষিণ দিনাজপুর জেলার নবনির্মিত রিটেল মার্কেট কমপ্লেক্সে দৈনিক বাজারের স্থানান্তরিতকরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র। এই কমপ্লেক্সের চাতালগুলোতে আগামীদিন থেকে দৈনিক খুচরো কৃষিজ পণ্য বিক্রেতা ও ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকেরা ব্যবসা করতে পারবেন।
রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্রের প্রচেষ্টায় বুনিয়াদপুর পৌর এলাকায় আরএমসি কর্তৃক এই মার্কেট কমপ্লেক্স টি নির্মাণ হয়। এই রিটেল মার্কেট কমপ্লেক্সে মোট ৪৬ টি স্টল করা হয়েছেন। ছয়টি চাতাল এবং দুটি কমিউনিটি হল রয়েছে। এ প্রকল্পে আনুমানিক ১৩ কোটি টাকা খরচ করা হয়েছে।
advertisement
advertisement
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর মহকুমা শাসক, বংশীহারী সমষ্টি উন্নয়ন আধিকারিক, বুনিয়াদপুর পুরসভার পৌর প্রশাসক কমল সরকার সহ অনেকেই।
এদিন এই অনুষ্ঠানের সভাপতিত্ব করেন দক্ষিণ দিনাজপুর জেলাশাসক বিজিন কৃষ্ণা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিরামপুর বিধানসভা বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দফতরের মন্ত্রী বিপ্লব মিত্র। এদিন আরএমসির পক্ষ থেকে প্রত্যেক ব্যবসায়ীকে চাতালের নিজ নিজ স্থান বিতরণ করা হয়। আগামীদিন থেকে তাঁরা দোকান নিয়ে বসবেন।
advertisement
সুস্মিতা গোস্বামী
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
South Dinajpur News: ১৩ কোটি টাকায় দক্ষিণ দিনাজপুর পেল রিটেল মার্কেট কমপ্লেক্স! দেখে নিন মিলবে কি কি সুবিধা
Next Article
advertisement
West Medinipur News Untold Story: ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
ইমারতেই বিচার বসাত ব্রিটিশরা, জর্জ কোর্ট-এর পর অন্যতম আদালত, ভাঙ্গা ভবন ইতিহাসের সাক্ষী
  • স্বাধীনতার পরেও এখানে চলেছে বিচার ব্যবস্থা তবে সেই ভবন আজ ধ্বংসপ্রাপ্ত।

  • এক কথায় প্রশাসনিক ক্ষেত্র গড়ে ওঠে এই প্রত্যন্ত গঞ্জ এলাকায়।

  • এখন কালের নিয়মে ও ব্যবহার্য এই আদালত ধ্বংসের পথে।

VIEW MORE
advertisement
advertisement