স্থানীয়দের থেকে জানা গিয়েছে, রোজের মতই ওই দুই শিক্ষক ভাড়া করা অটোয় করে স্কুলের দিকে যাচ্ছিলেন। হঠাৎই মাঝ রাস্তায় এক ব্যক্তি চলে আসায় তাঁকে বাঁচাতে গিয়ে অটোটি উল্টে যায়। আর তাতেই মারাত্মক জখম হন ওই শিক্ষকরা। স্থানীয়রা আহত দুই শিক্ষককে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন: দেখা পেলেই প্রচন্ড গতিতে দৌড়ে আসবে আপনার দিকে! পরিত্যক্ত পার্কে দানব
advertisement
এই ঘটনা আরও একবার দেখা গেল, প্রশাসন যতই ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’ প্রকল্পের প্রচার চালাক না কেন পথচারী থেকে শুরু করে গাড়িচালকদের একাংশের কিছুতেই হুঁশ ফিরছে না। এদিকে এই ভয়াবহ দুর্ঘটনায় ওই দুই স্কুল শিক্ষকের মাথায় আঘাত লেগেছে। গুরুতর আহত অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এই দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসে তপন থানার পুলিশ।
সুস্মিতা গোস্বামী